প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ক্যারিবীয় সফরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সেই সফরের আগ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটির আয়োজক আফগানিস্তান হলেও খেলা হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ-আফগানিস্তান একটি পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা ছিল। সেই সিরিজে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ছিল দুটি টেস্ট ম্যাচও। কিন্তু ব্যস্ততায় ঠাসা সূচির কারণে তখন পরবর্তীতে আয়োজন করার শর্তে সিরিজটি স্থগিত করা হয়। যদিও বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি সেই আলোচনার কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন। সেই কথা মোতাবেক সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে।
প্রসঙ্গত, ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে ২২ নভেম্বর, টেস্ট দিয়ে। প্রথম টেস্ট অ্যান্টিগায় এবং ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে। এরপর সেন্ট কিটসে দুই দল ৮, ১০ ও ১২ ডিসেম্বর খেলবে ওয়ানডে সিরিজ। দুই দিন বিরতি দিয়ে সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।