× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের কাছে জ্যোতিদের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি; ছবি: আইসিসি

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি; ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের মূল ম্যাচে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। যার প্রথমটিতে গতকাল শ্রীলঙ্কান মেয়েদের মুখোমুখি হয় বাংলার মেয়েরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল হেরে গেছে ৩৩ রানে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার মেয়েরা স্কোরবোর্ডে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১১০ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে মঙ্গলবার পাকিস্তানের মেয়েদের বিপক্ষে। 

কিছুদিন আগে ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেখান দাপট দেখিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। তবে বড় মঞ্চের বাস্তবতা আসলে কি, সেটা আগের চার বিশ্বকাপে কোনো জয় না পাওয়া বাংলাদেশকে আসরের শুরুতেই দেখাল লঙ্কানরা। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত রানের চাকা একশোর কোটা পেরিয়েছে তা নিগার সুলতানা জ্যোতি ও দিশা বিশ্বাসের কল্যাণে৷ অন্য সময়ের মতো এই ম্যাচেও দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন টাইগ্রেস অধিনায়ক।

এ ছাড়া ১৬ বলে ২৫ রান করেন দিশা বিশ্বাস। তার সঙ্গে নবম উইকেটে জুটি বেধে জ্যোতি দলের স্কোরবোর্ডে ৪০ রান যোগ করেন। তার আগে ইনিংসের ১৪তম ওভারে শ্রীলঙ্কার সুগন্ধিকা কুমারির বলে হ্যাটট্রিকের শিকার হয় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার সুগন্ধিকা টানা তিন বলে আউট করেন স্বর্ণা আক্তার, রিতু মনি ও রাবেয়া খানকে। 

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান করেন চারে নামা হাসিনি পেরেরা। এ ছাড়া নিলাকশিকা সিলভা ২৩ বলে ৩০ এবং হার্শিতা সামারাবিক্রমা ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলে দলকে ১৪৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। বল হাতে বাংলাদেশের সেরা বোলার স্বর্ণা, ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন রাবেয়া, রিতু, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও জাহানারা আলমরা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৩/৭ (গুনারাত্নে ১৪, হার্শিথা ২৯, আতাপাত্তু ১, হাসিনি ৪৩, নিলাকশিকা ৩০, আনুশকা ০, নিসানসালা ৫, সুগান্দিকা ৯*, আচিনি ১*; জাহানারা ৪-০-৩২-১, দিশা ১.২-০-২৫-০, সুলতানা ৩-০-১০-১, নাহিদা ৩-০-১৪-১, রিতু ২.৪-০-১৮-১, রাবেয়া ৩-০-২১-১, স্বর্ণা ৩-০-১৯-২)
বাংলাদেশ: ২০ ওভারে ১১০/৯ (দিলারা ৯, সাথি ৬, মুর্শিদা ৫, তাজ ১৬, নিগার ৩০*, স্বর্ণা ৮, রিতু ০, রাবেয়া ০, নাহিদা ২, দিশা ২৫; উদেশিকা ৩-০-৯-০, সুগান্দিকা ২-০-৮-৩, আচিনি ৩-০-১০-১, ইনোশি ২-০-১১-২, ইনোকা ৩-১-১৩-১, আতাপাত্তু ১-০-৪-১, নিসানসালা ৪-০-৩০-০, শাসিনি ১.৫-০-২৪-১, হাসিনি ০.১-০-০-০)
ফল: শ্রীলঙ্কা ৩৩ রানে জয়ী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা