× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্ট

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম

কানপুর টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

কানপুর টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

বৃষ্টির কবলে প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনে হয়নি একটি বলও। কানপুরে আজ রবিবার কোনো বৃষ্টি হয়নি। ভেজা আউটফিল্ডের পর আলোক স্বল্পতায় তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছেন আম্পায়াররা। 

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা৷ দুই দলকেই জানানো হয়েছে আউটফিল্ড ভেজা থাকায়ই খেলা শুরু করা যাচ্ছে না। অবশ্য প্রেসবক্সে থাকা সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোক স্বল্পতার কারণে। বৃষ্টি না হলেও কেন খেলা শুরু করা গেল না, তা নিয়ে অবশ্য ধোয়াশা তৈরি হয়েছে।


আলোক স্বল্পতায় খেলা শুরুতে বিলম্ব

কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। তবে আকাশে কালো মেঘ রয়েছে। আলোক স্বল্পতার কারণে খেলা শুরু হচ্ছে না। মাঠ পরিদর্শনের নতুন সময় দিয়েছেন আম্পায়াররা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আবার মাঠ পরিদর্শনে নামবেন তারা। এরপর নতুন সিদ্ধান্ত দেবেন ম্যাচ অফিসিয়ালরা। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রিন পার্কের প্রধান কিউরেটর ও দুই আম্পায়ারকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলেন চতুর্থ আম্পায়ার। মাঠের অবস্থা এখন বেশ ভালো হওয়ায় লাঞ্চের পর খেলা শুরু হওয়ার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু আকাশ কালো মেঘে ঢাকা পড়ায় আপাতত খেলা শুরু হচ্ছে না। 


তৃতীয় দিনের খেলা শুরুতে দেরি

কানপুরে গতকাল রাতে বৃষ্টি হলেও সকাল থেকে কোনো বৃষ্টি নেই। তবুও তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হচ্ছে না। আউটফিল্ড ভেজা থাকায় মাঠ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা। 

গ্রিন পার্কে বৃষ্টির কবলে প্রথম দিনে খেলা হয়েছিল ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনে হয়নি একটি বলও।  ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের খেলাও শুরু হতে দেরি হচ্ছে। আশার খবর, উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। 

মাঠ শুকানোর জন্য কাজ করছে তিনটি সুপার সপার্স। মাঠকর্মীরা স্পঞ্জও ব্যবহার করছেন পানি শুকাতে। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা