প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম
ভিয়েতনামের বিপক্ষে হারল বাংলাদেশ। ছবি : বাফুফে
ফলাফল ভিয়েতনামের বিপক্ষেও বদলায়নি। আগের দুই ম্যাচের একটিতে ড্র, অন্যটিতে হার। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের কাছেও হেরেছে মারুফুল হকের দল।
শুক্রবার হেই পংয়ের ল্যাচ ট্রে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ভুলেভরা দিন কাটিয়েছে বাংলাদেশ। হেরেছে ৪-১ ব্যবধানে। এদিন শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তিন মিনিটে প্রথম গোল হজম করার পর ২৮ ও ৪২ মিনিটে আরও দুটি গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। গোলরক্ষক মাহিনের ভুলে পিছিয়ে পড়তে হয়।
যদিও মাঝে এক গোল শোধ দেয় বাংলাদেশ। সতীর্থের ক্রসে পিয়াস আহমেদ নোভা দারুণ এক হেডে জাল কাঁপান।বিরতির পর ভিয়েতনাম গোল ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে এসে স্কোর লাইন ৪-১ করে বড় জয় নিশ্চিত করে। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।
আগামী রবিবার ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।