× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্টের নিরাপত্তায় লেঙ্গুর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:০২ পিএম

কানপুর টেস্টের নিরাপত্তায় লেঙ্গুর!

বাংলাদেশ-ভারত সিরিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ এনে ভারতের হিন্দু মহাসভা নামের এক সংস্থা কানপুর টেস্টে হামলার হুমকি দিয়েছিল। যে কারণে বাংলাদেশ দল কানপুরে পৌঁছানোর পর থেকেই তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে উত্তর প্রদেশ সরকার।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। এদিন স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি দেখা গেছে এক দল লেঙ্গুরকেও।

ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশে থাকা বানর হুট করেই দর্শকদের হাত থেকে খাবার, মোবাইল, ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিস ছিনিয়ে নেয়। ম্যাচ চলাকালে বানরদের উৎপাত থেকে বাঁচতে এবার আগে থেকেই সতর্ক অবস্থানে আছে ভারত। তাই বানরের এই আতঙ্ক থেকে দর্শকদের বাঁচাতে এক সেট লেঙ্গুর নিয়োগ করেছে স্টেডিয়ামের কর্তৃপক্ষ ও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।

গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিচালক সঞ্জয় কাপুর ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, ‘বানরের আক্রমণ থেকে বাঁচতে আমরা লেঙ্গুর নিয়োগ দিয়েছি।’ গ্রিন পার্কে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও (২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট এবং ২০১৭ সালে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে) তাদের নিয়ে আসা হয়েছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা