× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সে লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। বিপিএলের এবারের আসরে অংশ নেবে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি। যদিও আগের মতো এবারও সাতটি দলই থাকছে। যা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘দল বাছাই প্রায় ৯৫% চূড়ান্ত। এবার নতুন দল এসেছে তিনটি। আগের ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে বদল, তারা খেলবে নতুন মালিকানায়। এ ছাড়া রাজশাহী আসছে নতুন করে। যারা ছিল না এত দিন। বাদ যাচ্ছে কুমিল্লা।’

এবারের বিপিএলে ঢাকার দলটির সাথে যুক্ত আছেন টালিউড সুপারস্টার শাকিব খানসহ রুপালি পর্দার ব্যক্তিত্বরা। দুর্দান্ত ঢাকা নাম বদলে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির নাম হবে ঢাকা নবাব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় যুক্ত হচ্ছে দুর্বার রাজশাহী। চিটাগং কিংস নামে অতীতে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি এবার ফিরছে, বাদ পড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স থাকছে এবারো। খুলনা থেকেও থাকবে একটি দল।

দীর্ঘদিন ধরেই বিপিএলের লভ্যাংশ শেয়ারের দাবি জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বিসিবি সেই দাবি মেনে তাদের আয়ের একটি অংশ বা লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর প্রথম বিপিএল, তার ওপর ঢেলে সাজাতে হচ্ছে- তাই এবার লভ্যাংশ একটু কম হতে পারে।

এ প্রসঙ্গে ফারুক আরও বলেন, ‘তাদের (ফ্র্যাঞ্চাইজিদের) প্রমিজ করেছি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে যতটা আকর্ষণীয় করা যায় আমাদের সেই চেষ্টা থাকবে। তাদের একটা পরামর্শ ছিল রেভিনিউ শেয়ার। আমরা বলেছি এখনও তো পরিস্কার না, আগে বুঝতে হবে আমাকে কেমন হয়। পরের আসর থেকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। এগুলো তাদের বুঝিয়েছি।'

এর আগের বিপিএলগুলোতে ডিআরএস, হকআই না থাকায় অনেক বিতর্ক হয়েছে। এসব সমস্যার সমাধান করে বিপিএল আকর্ষণীয় করতে চান বিসিবি সভাপতি, ‘গত ২-৩ বছর হোক আই ছিল কি না জানি না, ডিরেক্টররা বলতে পারবেন। আম্পায়ারিং… অনেকগুলো বিষয়। এবার ডিআরএস, হকআই থাকবে। প্রডাকশন ভালো হবে। সব মিলে আকর্ষণীয় করার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা