× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্ট

বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৯ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম

বৃষ্টি ও আলোর স্বল্পতায় ম্যাচ বন্ধ রয়েছে । ছবি : আ. ই. আলীম

বৃষ্টি ও আলোর স্বল্পতায় ম্যাচ বন্ধ রয়েছে । ছবি : আ. ই. আলীম

মধাহৃভোজের বিরতির পর গ্রিনপার্কের আকাশ ভেঙে বৃষ্টি নামলে খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন আম্পায়ার। পরে বৃষ্টির মাত্রা দ্বিগুণ হওয়ায় এবং আলোর স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ করা হয়েছে।

কানপুরে সকালের সেশনটা তুলনামূলক ভালোই গিয়েছিল বাংলাদেশের। সফরকারী দল যখন মধাহৃভোজে যায়, তখন দলের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৭৫ রান। তবে বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরুর তৃতীয় ওভারেই সাজঘরমুখো হন নাজমুল হোসেন শান্ত।  ইনিংসের ২৮.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। ফলে ৫০ রানের জুটি ভাঙে মুমিনুল হক ও শান্তর। আম্পায়ার আউট ঘোষণা করলেও রিভিউ নিয়েছিলেন নাজমুল। কিন্তু তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করেন। আর কানপুর টেস্টে প্রথম উইকেট স্বাদ পান ভারতীয় স্পিনার। 

শান্ত ফিরলে মুশফিককে নিয়ে নতুন জুটি গড়েন মুমিনুল। দুজন দলীয় স্কোর একশ পার করেন। তবে ৩৫ ওভারের মাথায় বৃষ্টি নামলে খেলা সাময়িক বন্ধ ঘোষণা করে আম্পায়ার। তখন বাংলাদেশের স্কোর  ছিল তিন উইকেটে ১০৭ রান। 

ভারতের হয়ে আজ সকালের সেশনে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট অশ্বিনের।

প্রথম দিনে বাংলাদেশের ইনিংস: ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, নাজমুল ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।


আলোর স্বল্পতায় খেলা বন্ধ

কানপুর টেস্ট বেশ ‘চ্যালেঞ্জ’ হতে যাচ্ছে। পরতে পরতে বাঁধার সম্মুখীন হচ্ছে দু’পক্ষ। রাতভর বৃষ্টি, টস হতে বিলম্ব, মধ্যাহৃভোজের বিরতির সময় জুম বৃষ্টি। এবার নতুন সমস্যা—আলোর স্বল্পতা। মধ্যাহৃভোজের পর ব্যাটিংয়ে নেমে শুরুতে নাজমুল হোসেন ফিরলেও দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। কিন্তু ইনিংস কিছুপথ পাড়ি দিলে গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশট অন্ধকার হয়ে আসে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। দুই দলই ড্রেসিংরুমে ফিরে গেছে। কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়েছে।

মুমিনুল ৪০ রানে অপরাজিত। মুশফিক অপরাজিত ৬ রানে। বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭।


ভাঙল শান্ত-মুমিনুল জুটি

শান্ত ফিরলে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ছবি: আ. ই. আলীম


সকালের সেশনটা তুলনামূলক ভালোই গিয়েছিল বাংলাদেশের। সফরকারী দল যখন মধাহৃভোজে যায়, তখন দলের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৭৫ রান। তবে বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরুর তৃতীয় ওভারেই সাজঘরমুখো হন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৭ করেছেন ৩১ রান। বাউন্ডারি হাঁকিয়েছেন ছয়টি।

ইনিংসের ২৮.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। ফলে ৫০ রানের জুটি ভাঙে মুমিনুল হক ও শান্তর। আম্পায়ার আউট ঘোষণা করলেও রিভিউ নিয়েছিলেন নাজমুল। কিন্তু তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করেন। আর কানপুর টেস্টে প্রথম উইকেট স্বাদ পান ভারতীয় স্পিনার। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত  ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। বাইশগজে মুমিনুলে (১৯) সঙ্গে লড়ছেন মুশফিক (০)।


মধ্যাহৃ বিরতিতে বাংলাদেশ

মধাহৃ বিরতির সময় বৃষ্টি নেমেছিল কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। ছবি: আ. ই. আলীম

বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। কানপুরের আবহাওয়া অফিস গতকাল বৃহস্পতিবার  বলেছিল, সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। হচ্ছেও তাই। প্রথম সেশন ভালো ভালো পার হলেও বিরতিতে বৃষ্টি নেমে গ্রিনপার্ক স্টেডিয়ামে। এই মুহূর্তে উইকেট ত্রিপল দিয়ে ডেকে রাখা হয়েছে।

মধ্যাহৃ বিরতির আগে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৭৫ রান। দলীয় ২৯ রানে দুই ওপেনারের বিদায়ে কিছুটা হতাশা নেমে এসেছিল বাংলাদেশ শিবিরে। অবশেষে সেটা কিছুটা হলেও কেটে গেছে মুমিনুল হক (১৭) ও নাজমুল হোসেনের (২৮) কল্যাণে।


ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

চার রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়। সাবধানে চলার পরও বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান (০) ও সাদমান ইসলাম (২৪)। তাদের ফেরার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। 

অভিজ্ঞ দুই ব্যাটার মিলে দলীয় স্কোর ৫০ পার করেছেন। গ্রিনপার্কের প্রতিকূলতা কাটিয়ে তরতর করে এগিয়ে যাওয়াতেই সমাধান খুঁজছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান। মুমিনুলের (১০) সঙ্গে ব্যাটিং করছেন শান্ত (২২)। 


সাবধানী শুরুর পর বিপদে বাংলাদেশ

সাবধানে পথচলার পরও বেশিদূর এগুতে পারেননি দুই ওপেনার। ছবি: আ. ই. আলীম



উইকেট কিছুটা স্লো। তার ওপর গ্রিনপার্কের পিচ  কালো মাটির। একটু দেখে শুনেই পা টিপে হেঁটেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ব্যাটিংয়ে নেমে আধঘণ্টা নির্বিঘ্নে কাটিয়েও দেন তারা। ৭ ওভারে দলের স্কোরবোর্ডে যুক্ত করেন ২৬ রান। তবে বিপদ বাড়ান জাকির। আকাশ দীপের বলে বোল্ড হয়ে সাজঘরমুখো হন বাংলাদেশি ওপেনার। ২৪ বল খেলে রানখাতা খুলতে পারেননি তিনি। তবে সম্মুখযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন সাদমান। ২৩ রান করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬। সাদমান (২৩) ব্যাট করছেন মুমিনুল হককে (০) সঙ্গী করে। 


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস নিক্ষেপনের সময় ভারত ও বাংলাদেশ দলের দুই অধিনায়ক। ছবি: আ. ই. আলীম

মেঘলা আকাশ। আউটফিল্ডও কিছুটা ভেজা। তার মধ্যে গ্রিনপার্কের পিচ কালো মাটির। উইকেট ও কন্ডিশন বিবেচনায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তিন পেসার খেলাচ্ছে ভারত। অন্যদিকে বাংলাদেশ দলে দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারী দল। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন।

টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’ যদিও ভিন্নটা বলেছেন ভারত দলের অধিনায়ক। কন্ডিশন বোলারদের সহায়তা করবে, এমনটাই বলেছেন রোহিত।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

খেলা শুরু ১১টায়

সকাল ১০টা নাগাদ গ্রিনপার্ক স্টেডিয়ামের আউটফিল্ড অনেকটা ভেজা ছিল। তাই টস হতে বিলম্ব হয়। ছবি : আ. ই. আলীম

সারা রাত বৃষ্টি ঝরেছিল কানপুরে। তাই গ্রিনপার্ক স্টেডিয়ামের আউটফিল্ড অনেকটা ভেজা। টস হতে তাই খানিকটা দেরি হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ একবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। তারা জানিয়েছেন, খেলা শুরু হবে ১১টায়। তার আগে হবে টস।

পিচ পরিদর্শন শেষে মুরালি কার্তিক বলেছেন, ‘মেঘাচ্ছন্ন কন্ডিশন। এখানে উইকেট সাধারণত নিচু ও ধীরগতির। প্রথম ইনিংসে বড় রান হয়। ম্যাচ যত এগোয় রান কমতে থাকে। উইকেটে যথেষ্ট মরা ঘাস আছে, যা থেকে বোলাররা মুভমেন্ট পেতে পারে।’
আগের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার কানপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছিল, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তার মধ্যে কানপুরে কালো মাটির পিচ। বৃষ্টি হলে পিচের বাউন্স আরও কমে যেতে পারে। তাতে উইকেট তুলতে সমস্যা হতে পারে বোলারদের। 


মান বাঁচানোর লড়াই বাংলাদেশের

চেন্নাইতে হার। কানপুরে তাই ঘুরে দাড়ানোর মিশন বাংলাদেশের। ছবি: আ. ই. আলীম

পাকিস্তান সিরিজের নিরিখে বলা হচ্ছিল অনেক কথাই। নাজমুল হোসেন শান্তদের ঘিরে ভক্ত-বিশ্লেষকদের যে প্রত্যাশা, ভারতে তা চুপসে গেছে গোড়াতেই। চেন্নাইয়ে প্রথম টেস্টে হার ২৮০ রানের বিশাল ব্যবধানে। চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তাই টাইগারদের জন্য বাঁচা-মরার। ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের। দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও বলছেন সে কথা। তার মতে, চেন্নাইয়ে যেমন খেলেছে, তার চেয়েও ভালো দল বাংলাদেশ । ভারতের লক্ষ্যও জয়। প্রথম টেস্টের পুনরাবৃত্তির কথা বলেছেন স্বাগতিক দলের সহকারী কোচ অভিষেক নায়ার। 

আজ শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ইতিহাস-ঐতিহ্য কিংবা ধার-ভার, সাদা ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। বিগত চৌদ্দ দেখায় জয়ের নাগাল তো দূরের কথা, পাঁচবার শুধু ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। যে দুটো ড্র এসেছে তাও বৃষ্টির কল্যাণে, দেশের মাটিতে চেনা-জানা কন্ডিশনে। কানপুরে তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করে আছে নাজমুলদের। ভঙ্গুর ব্যাটিং লাইনআপ, সিনিয়রদের অফফর্ম, কালো মাটির উইকেট ও বৈরী আবহাওয়া এমন অনেক কিছু চিন্তার কারণ সফরকারীদের। তবে টাইগারদের আশার দিকÑ মনোবল ও আগের সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। গত বুধবার এ নিয়ে দলের হেড কোচ বলেছিলেন, ‘খেলোয়াড়রা জানেন, তাদের আরও ভালো পারফর্ম করা উচিত। তাদের সে সামর্থ্য রয়েছে।’ তার মতে, ভুলত্রুটি কমাতে পারলে কানপুরেও সম্ভাবনা তৈরি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সাকিবও কথা বলেছেন একই সুরে । টাইগার অলরাউন্ডারের মতে, প্রথম টেস্টে তারা যেমন খেলেছেন, তার চেয়েও বাংলাদেশ ভালো দল। 

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিবের এমন মন্তব্যের মূলে পাকিস্তান সিরিজ। ভক্তরা তাই ভারত সফর ঘিরে ভাসছিল আশার ভেলায়। কিন্তু বাস্তবে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছেন শান্তরা। এ নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় চেন্নাইয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালোই খেলেছি। তবে সাড়ে তিন দিনে ম্যাচ শেষ হওয়া আমাদের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। দ্বিতীয় ম্যাচে আমরা সেটা দেখাতে চাই।’ ‍তিনি আরও যোগ করেন, ‘সর্বশেষ ওরা (ভারত) যখন বাংলাদেশ সফরে এসেছিল (২০২২ সালের ডিসেম্বরে), আমরা ওদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি। টেস্ট সিরিজের একটি ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। ওদের ৭০ থেকে ৮০ রানের মতো দরকার ছিল। হাতে ছিল ৩ বা ৪ উইকেট। সেখান থেকে (রবিচন্দ্রন) অশ্বিন শ্রেয়াস আয়ারের সঙ্গে খুবই ভালো ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে। ওই ম্যাচ ছাড়া আমরা টেস্টে ওদের বিপক্ষে যতটা সফল হতে চেয়েছি, ততটা হতে পারিনি। এবার আরেকটি সুযোগ পাব।’ তবে সুযোগ কাজে লাগানোটা যে খুবই কঠিন সেটাও মানছেন সাকিব, ‘ওরা বর্তমানে (বিশ্ব) টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার ১ নম্বর দল। আমি কোথাও একটা পরিসংখ্যানে দেখেছি, ভারত নিজেদের মাটিতে (টেস্ট সিরিজে) ৪ হাজার দিনেরও বেশি সময় ধরে অপরাজিত। এতেই বোঝা যায়, ঘরের মাঠে ওরা কতটা ভালো দল। ওরা বাইরেও (বিদেশেও) ভালো করছে। কিন্তু ভারতে ওরা অপরাজিত। যেকোনো দেশের জন্য ভারত সফর কঠিন। আগেও বলেছি, ভারতের সঙ্গে ওদের মাটিতে লড়াই করতে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে।’

এদিকে বৈরী আবহাওয়া জমজমাট ক্রিকেটে বাধা হয়ে উঠতে পারে। এই মুহূর্তে বেশ বৃষ্টি হচ্ছে কানপুরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তার মধ্যে কানপুরে কালো মাটির পিচ। বৃষ্টি হলে পিচের বাউন্স আরও কমে যেতে পারে। তাতে উইকেট তুলতে সমস্যা হতে পারে বোলারদের। এ নিয়ে কানপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে।

পিচের আচরণ যেমনই হোক ভারতের কোচ জানিয়েছেন, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। নায়ার বলেন, ‘যেকোনো ক্রিকেটার যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আসলে এখানে ভালো বা খারাপ পরিস্থিতির ব্যাপার নয়, এখানে মাঠে গিয়ে কী মোকাবিলা করতে হবে, তা হচ্ছে আসলে ব্যাপার। যখন পরিস্থিতি কঠিন হবে, তখনই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ছেলেরা অনেকদিন ধরে খেলছে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেই তারা আরও ভালো হয়ে উঠতে পারবে।’ অবশ্য সাকিবও টেনে এনেছেন প্রস্তুতির বিষয়টি, ‘আমার মনে হয় না পিচের কোনো প্রভাব থাকবে। চেন্নাইয়ে যা করেছি, তার চেয়ে ভালো পারফর্ম করতে হবে এটাই একমাত্র বিষয়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা