× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্ট

মান বাঁচানোর লড়াই বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৯ এএম

ছবি : আ. ই. আলীম

ছবি : আ. ই. আলীম

পাকিস্তান সিরিজের নিরিখে বলা হচ্ছিল অনেক কথাই। নাজমুল হোসেন শান্তদের ঘিরে ভক্ত-বিশ্লেষকদের যে প্রত্যাশা, ভারতে তা চুপসে গেছে গোড়াতেই। চেন্নাইয়ে প্রথম টেস্টে হার ২৮০ রানের বিশাল ব্যবধানে। চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তাই টাইগারদের জন্য বাঁচা-মরার। ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের। দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও বলছেন সে কথা। তার মতে, চেন্নাইয়ে যেমন খেলেছে, তার চেয়েও ভালো দল বাংলাদেশ । ভারতের লক্ষ্যও জয়। প্রথম টেস্টের পুনরাবৃত্তির কথা বলেছেন স্বাগতিক দলের সহকারী কোচ অভিষেক নায়ার। 

আজ শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ইতিহাস-ঐতিহ্য কিংবা ধার-ভার, সাদা ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। বিগত চৌদ্দ দেখায় জয়ের নাগাল তো দূরের কথা, পাঁচবার শুধু ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। যে দুটো ড্র এসেছে তাও বৃষ্টির কল্যাণে, দেশের মাটিতে চেনা-জানা কন্ডিশনে। কানপুরে তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করে আছে নাজমুলদের। ভঙ্গুর ব্যাটিং লাইনআপ, সিনিয়রদের অফফর্ম, কালো মাটির উইকেট ও বৈরী আবহাওয়া এমন অনেক কিছু চিন্তার কারণ সফরকারীদের। তবে টাইগারদের আশার দিকÑ মনোবল ও আগের সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। গত বুধবার এ নিয়ে দলের হেড কোচ বলেছিলেন, ‘খেলোয়াড়রা জানেন, তাদের আরও ভালো পারফর্ম করা উচিত। তাদের সে সামর্থ্য রয়েছে।’ তার মতে, ভুলত্রুটি কমাতে পারলে কানপুরেও সম্ভাবনা তৈরি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সাকিবও কথা বলেছেন একই সুরে । টাইগার অলরাউন্ডারের মতে, প্রথম টেস্টে তারা যেমন খেলেছেন, তার চেয়েও বাংলাদেশ ভালো দল। 

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিবের এমন মন্তব্যের মূলে পাকিস্তান সিরিজ। ভক্তরা তাই ভারত সফর ঘিরে ভাসছিল আশার ভেলায়। কিন্তু বাস্তবে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছেন শান্তরা। এ নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় চেন্নাইয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালোই খেলেছি। তবে সাড়ে তিন দিনে ম্যাচ শেষ হওয়া আমাদের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। দ্বিতীয় ম্যাচে আমরা সেটা দেখাতে চাই।’ ‍তিনি আরও যোগ করেন, ‘সর্বশেষ ওরা (ভারত) যখন বাংলাদেশ সফরে এসেছিল (২০২২ সালের ডিসেম্বরে), আমরা ওদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি। টেস্ট সিরিজের একটি ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। ওদের ৭০ থেকে ৮০ রানের মতো দরকার ছিল। হাতে ছিল ৩ বা ৪ উইকেট। সেখান থেকে (রবিচন্দ্রন) অশ্বিন শ্রেয়াস আয়ারের সঙ্গে খুবই ভালো ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে। ওই ম্যাচ ছাড়া আমরা টেস্টে ওদের বিপক্ষে যতটা সফল হতে চেয়েছি, ততটা হতে পারিনি। এবার আরেকটি সুযোগ পাব।’ তবে সুযোগ কাজে লাগানোটা যে খুবই কঠিন সেটাও মানছেন সাকিব, ‘ওরা বর্তমানে (বিশ্ব) টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার ১ নম্বর দল। আমি কোথাও একটা পরিসংখ্যানে দেখেছি, ভারত নিজেদের মাটিতে (টেস্ট সিরিজে) ৪ হাজার দিনেরও বেশি সময় ধরে অপরাজিত। এতেই বোঝা যায়, ঘরের মাঠে ওরা কতটা ভালো দল। ওরা বাইরেও (বিদেশেও) ভালো করছে। কিন্তু ভারতে ওরা অপরাজিত। যেকোনো দেশের জন্য ভারত সফর কঠিন। আগেও বলেছি, ভারতের সঙ্গে ওদের মাটিতে লড়াই করতে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে।’

এদিকে বৈরী আবহাওয়া জমজমাট ক্রিকেটে বাধা হয়ে উঠতে পারে। এই মুহূর্তে বেশ বৃষ্টি হচ্ছে কানপুরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তার মধ্যে কানপুরে কালো মাটির পিচ। বৃষ্টি হলে পিচের বাউন্স আরও কমে যেতে পারে। তাতে উইকেট তুলতে সমস্যা হতে পারে বোলারদের। এ নিয়ে কানপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেস্টের প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে।

পিচের আচরণ যেমনই হোক ভারতের কোচ জানিয়েছেন, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। নায়ার বলেন, ‘যেকোনো ক্রিকেটার যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আসলে এখানে ভালো বা খারাপ পরিস্থিতির ব্যাপার নয়, এখানে মাঠে গিয়ে কী মোকাবিলা করতে হবে, তা হচ্ছে আসলে ব্যাপার। যখন পরিস্থিতি কঠিন হবে, তখনই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ছেলেরা অনেকদিন ধরে খেলছে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেই তারা আরও ভালো হয়ে উঠতে পারবে।’ অবশ্য সাকিবও টেনে এনেছেন প্রস্তুতির বিষয়টি, ‘আমার মনে হয় না পিচের কোনো প্রভাব থাকবে। চেন্নাইয়ে যা করেছি, তার চেয়ে ভালো পারফর্ম করতে হবে এটাই একমাত্র বিষয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা