× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে নিয়ে পরিকল্পনা জানালেন সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৬ পিএম

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ছবি আ. ই. আলীম

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ছবি আ. ই. আলীম

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। গত বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন আর। আর টেস্টের ইতি টানবেন ঘরের মাঠে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডের ব্যাপারে তার পরিকল্পনা, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে চান দেশসেরা অলরাউন্ডার। 

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব আল হাসানের আশা, ‘(ওয়ানডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে?) আমি তা-ই আশা করি। তো আর হয়ত ৯টা ওয়ানডে।’ আর টি-টোয়েন্টি ও টেস্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

দীর্ঘ ফরম্যাটের খেলায় সাকিব যে আর ফিরছেন না, তা শতভাগ নিশ্চিত। টি-টোয়েন্টি নিয়ে অবশ্য একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। বলেন,‘আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকি, ছয় মাস–এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-টোয়েন্টিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্টে শেষ সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন, আমি অন্তত দুটি সংস্করণে আমার শেষটা দেখছি।’

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সাকিবের। এরপর খেলে ফেলেছেন দেশের হয়ে ১২৯টি ম্যাচ। ১২৭ ইনিংসে ব্যাট করে সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্ট রান ২৫৫১; ব্যাটিং গড় ২৩ দশমিক ১৯। ১৩টি ফিফটির সঙ্গে সর্বোচ্চ রানের ইনিংস ৮৪। ব্যাটিংয়ের চেয়ে এর ফরম্যাটে বোলিংয়ে বেশি দুর্দান্ত ছিলেন সাকিব। ৬ দশমকি ৮১ ইকোনোমি রেটে নিয়েছেন ১৪৯টি উইকেট। সেরা বোলিং ফিগার ২০/৫। ইনিংসে দুইবার নিয়েছেন ৫ উইকেট; চারটি করে উইকেট পেয়েছেন ছয়টি ম্যাচে।

টেস্টে ৭০ ম্যাচ খেলেছেন সাকিব। ১২৮ ইনিংসে ব্যাট করে ৪৬০০ রান তার। ব্যাটিং গড় ৩৮ দশমিক ৩৩। ৩১ ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ৫টি। লাল বলের ক্রিকেটে সাকিব তার স্মরণীয় ম্যাচটা খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তাসমান পাড়ের দেশে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস- ২১৭। ১১৯ ইনিংসে হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ২৪২টি। ম্যাচে ১০ উইকেট আছে দুবার। আর ইনিংসে ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ১৯ বার। ইনিংসে সেরা বোলিং ফিগার ৩৬/৭ এবং এক ম্যাচের সেরা বোলিং ফিগার ১২৪ রানের বিনিময়ে ১০ উইকেট। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা