× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালী অতীত ক্লাবের সভাপতির পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম

সোনালী অতীত ক্লাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল গাফফার। ছবি : সংগৃহীত

সোনালী অতীত ক্লাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল গাফফার। ছবি : সংগৃহীত

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল গাফফার। বুধবার (২৫ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক বরাবর এ বিষয়ক একটি পদত্যাগপত্র দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে আব্দুল গাফফার শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করেছেন। এ পদত্যাগ বুধবার থেকে কার্যকর করার অনুরোধ জানিয়ে দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধও জানিয়েছেন সাবেক এ তারকা ফুটবলার। 

পট পরিবর্তনের পর সাবেক ফুটবলারদের মধ্যে কয়েকজন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সোনালী অতীত ক্লাবে পরিবর্তনের দাবি তোলেন। অল্প কয়েকদিনের মধ্যে দাবি বেশ জোরাল হয়। মঙ্গলবার ক্লাবে একটি সভাও করেছেন কয়েকজন সাবেক ফুটবলার। সেখানেও সভাপতি-সাধারণ সম্পাদক নিয়ে আপত্তি ছিল।

ধারণা করা হচ্ছে, সভাপতির পর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনও পদত্যাগ করতে পারেন। এই ক্লাবে কমিটি গঠন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা আগ্রহীদের সঙ্গে আলাপ আলোচনা করে মূলত কমিটি গঠন করে। সেই ভিত্তিতে কয়েক মাস আগে ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক ও আব্দুল গাফফার সভাপতি হয়েছিলেন। এবার কমিটি গঠন নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যে অসন্তোষ ছিল। সেই অসন্তোষের পর রাজনৈতিক পালাবদলও সভাপতি-সাধারণ সম্পাদক পরিবর্তন দাবি জোরাল হয়েছে। 

সোনালী অতীত ক্লাবে বিকালে এর ছোট্ট আঙিনায় সাবেকরা ফুটবল খেলেন। পেশাগত-ব্যক্তিগত কাজ শেষে সাবেকরা এ ক্লাবে এসে আড্ডা দেন। স্রেফ বিনোদনমূলক ক্লাবেও ক্ষমতার পটপরিবর্তনে পদত্যাগের ঘটনা ঘটছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা