× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালের জয়ে আনচেলত্তির রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৪ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৩ পিএম

রিয়ালের জয়ে আনচেলত্তির রেকর্ড

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর খেলা শুরুর ৩ মিনিট না যেতেই লিড দাঁড়ায় ৩-০তে। তবে জয়টা কিন্তু অতটা সহজ হয়নি। ম্যাচের শেষ ১০ মিনিটে রিয়াল শিবিরে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল আলাভেস। ম্যাচের ৮৫ ও ৮৬ মিনিটে ২ গোল করে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পয়েন্ট কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছিল দলটি।

তবে শেষ হাসি হেসেছে রিয়ালই। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ জয়ের মধ্য দিয়ে লা লিগায় প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি। স্প্যানিশ লিগে  বছরখানেক আগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হার মেনেছিল রিয়াল। আর ইতালিয়ান কোচ আনচেলত্তি এ পথে ভেঙে ফেলেছেন রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

আলাভেজ ম্যাচ দিয়ে রিয়াল কোচ হিসেবে ৩০০তম ম্যাচের মাইলফলকও স্পর্শ করলেন আনচেলত্তি। মিগুয়েল মুনোজের পর রিয়ালের দ্বিতীয় কোচ হিসেবে মাইলফলকটিতে পৌঁছে গেলেন আনচেলত্তি।

ম্যাচের বেশির ভাগ সময় রিয়ালই আধিপত্য বিস্তার করেছে। আর গোলও পেয়েছে ম্যাচের প্রথম মিনিটেই। ফেদে ভালভের্দের লম্বা পাস ধরে লুকাস ভাসকেজকে গোলে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। জোরালো শটে গোল করতে অসুবিধা হয়নি ভাসকেজের। 

৪০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে গোল আদায় করে কিলিয়ান এমবাপে। রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ডের লিগে এটি পঞ্চম গোল। বিরতির পর পাল্টা আক্রমণ থেকে আলাভেস গোলকিপার আন্তনিও সিভেরার দুই পায়ের ফাঁক গলে রদ্রিগো গোল করেন।

কিন্তু রিয়ালের বাজে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দুই মিনিটে দুটি গোল করে আলাভেস। ৮৫ মিনিটে বাঁকানো শটে গোল করেন আলাভেসের মাঝ-মাঠের ফুটবলার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে তার পাস থেকে গোল ছিনিয়ে নেন এনরিক গার্সিয়া।

তিন গোলের লিড নেওয়ার পর শেষ সময়ে দুই গোল খাওয়াটা ভালো লাগেনি আনচেলত্তির। তবে এজন্য ফুটবলারদের কাঠগড়ায় তুলছেন না কোচ। বরং তার আগে করা দারুণ পারফরম্যান্স থেকে প্রাপ্তিগুলোকে এগিয়েই রাখছেন, ‘ফুটবল খেলাটাই এমন। এরকম হয়েই থাকে। অনেক সময় মনে হয়, কাজ শেষ এবং মনোযোগ কমে যায়। এই সুযোগে প্রতিপক্ষ সুযোগ পেয়ে গোল করে বসে এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে, নিজেদের বিশ্বাস তখন নড়ে যায়। ফুটবলে এটা হতেই পারে এবং এবারই শেষ নয়।’

স্প্যানিশ লিগে প্রথম তিন ম্যাচে গোল খরায় ভুগলেও এমবাপের গোল এখন ৫টি। সেই সুবাদে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় উঠে গেছেন দুইয়ে। ম্যাচ শেষে এমবাপের ফর্ম আর আক্রমণাত্মক পারফরম্যান্স নিয়ে খুশি কোচ আনচেলত্তি, ‘সে (এমবাপে) দারুণ। তার কাছ থেকে এমন কিছুই প্রত্যাশিত। শুধু সে নয়, আক্রমণে সবাই খুব ভালো করছে। প্রথম এক ঘণ্টায় আমরা দারুণ খেলেছি। বিভিন্ন পথে আক্রমণ করেছে এবং সুযোগ বের করে নিয়েছে। সব মিলিয়ে দল উন্নতি করছে ক্রমেই, আমাদের জন্য যা ইতিবাচক ব্যাপার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা