প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৬ পিএম
কানপুরের গ্রিন পার্ক
টেস্ট মাঠে গড়ানোর আগে পিচ সব সময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ পিচের ওপরই নির্ভর করে যেকোনো টিমের একাদশ। ম্যাচের রণকৌশল নির্ধারণেও প্রভাব থাকে উইকেট আর কন্ডিশনের। যে কারণে বাংলাদেশের চেন্নাই টেস্টের আগেও খবরের শিরোনামে উঠে এসেছিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ। শেষ পর্যন্ত নিজেদের কালো মাটির উইকেটে না খেলে ভারত উইকেট বানিয়েছিল মুম্বাই থেকে নেওয়া লাল মাটি দিয়ে। পেসারদের সুবিধা দিতেই এ সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিকরা। সেটা করে বাজিমাত করেছে ভারত। পেস আগ্রাসনে দাপট দেখিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের ১৪৯ রানেই আটকে ফেলেছিল ভারত। জবাবে বাংলাদেশের স্পিন হয়ে পড়েছিল নিষ্ক্রিয়। আগামী শুক্রবার মাঠে গড়াবে কানপুর টেস্ট। এ কারণে ফের আলোচনায় মাঠের পিচ।
চিপকে লাল মাটির উইকেটে খেললেও কানপুরে আর সেটা হচ্ছে না। টাইগারদের এবার ভারতীয়রা রুখতে চায় নিজেদের খুব চেনা কালো মাটির উইকেটে। যেখানে রাজত্ব থাকবে না পেসারদের। ব্যাটারদের ওপর রাজত্ব করবেন স্পিনাররা। গ্রিন পার্কের কালো মাটির পিচে বাউন্স বেশি হবে না। শুধু তাই নয়, বলের ফ্লাইটও বেশি হবে না।
কানপুরের পিচ চেন্নাইয়ের তুলনায় অনেকটা ফ্ল্যাট হবে। ম্যাচ যত এগিয়ে যাবে বাউন্সও তত কমবে। চেন্নাইয়ের লাল মাটির উইকেটে নিয়মিত বাউন্স পেয়েছেন বোলাররা। আর এ কারণে দুদলই তিন ফাস্ট বোলারের বিপরীতে দুজন করে স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। শেষদিকে পিচ হয়ে যায় অনেক স্পিনবান্ধব। যে কারণে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন শুরুতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুজনে মিলে শিকার করেন ৯ উইকেট।
কানপুরের পিচ মন্থর হওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে বাউন্স থাকবে কম। এই ব্যাপারটা মাথায় রেখেই দুদলই তাদের রণকৌশল ও দল নির্বাচন পরিবর্তন আনতে পারে। দুদলই বাড়তি একজন স্পিনার নিতে পারে। সেক্ষেত্রে তৃতীয় পেসারকে বাদ দিতে পারে। শোনা যাচ্ছিল, এ ম্যাচের ভারতীয় দলে কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল জায়গা করে নিতে পারেন। এটা হলে জাসপ্রিত বুমরাহ চলে যেতে পারেন বিশ্রামে।
ভারত সবশেষ কানপুরে টেস্ট খেলে ২০২১ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের সেই ম্যাচে ভারতীয়রা অশ্বিন, জাদেজা ও অক্ষর- এই স্পিন ত্রয়ী নিয়ে লড়াইয়ে নেমেছিল। এ মাঠে সবশেষ টেস্ট হয়েছে ২০১৬ সালে। সেই ম্যাচের পর এবারই প্রথম এই ভেন্যুতে টেস্ট হতে যাচ্ছে। ২০১৬ সালে টিম ইন্ডিয়া হেসেখেলেই জিতেছিল। কিন্তু ২০২১ সালে নিউজিল্যান্ডের ব্যাটাররা ম্যাচ করেছিল ড্র।