প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড
ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ হলেও
শেষ মহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনে কারণে ভেন্যু সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
ভেন্যু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে-কলমে থাকছে বাংলাদেশই।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আসন্ন নবম নারী টি-টোয়েন্টি
বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে
সব নারী আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন। আম্পায়ারদের সঙ্গে ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
করেছে আইসিসি, সেখানে দায়িত্বে থাকবেন নারীরা।
এর আগে ২০২৩ নারী বিশ্বকাপেও দায়িত্ব
পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন। আইসিসি প্রকাশিত নারী বিশ্বকাপে
এবার দায়িত্ব পালন করবেন ১০ জন আম্পায়ার ও ৩ জন থাকবেন ম্যাচ রেফারি। তবে এই তালিকায়
নেই কোনো বাংলাদেশির নাম।
অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক পঞ্চমবারের মতো নারী বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন। সবশেষ আসরের ফাইনালে দায়িত্ব পালন করা কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। আগের ফাইনালের টিভি আম্পায়ার সু রেডফার্নও চতুর্থবার এই টুর্নামেন্টে দায়িত্ব পেলেন। জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ দাম্বানেভানার বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে।
আম্পায়ার: লরেন আগেনবাগ, কিম কটন, সারাহ দাম্বানেভাান, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, ভৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোয়াস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস।
ম্যাচ রেফারি: শান্দ্রে ফ্রিজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা।