প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম
মাথায় ক্যাপ।
চোখে চশমা। ডান হাতে পিস্তল। বাঁ হাত পকেটে। প্যারিস অলিম্পিকে এমন অঙ্গভঙ্গিতে ট্রিগার
চেপে আলোচনায় আসেন দক্ষিণ কোরিয়ার শুটার কিম ইয়েজি। তখনই তার শুটের ভিডিও ভাইরাল হয়।
নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেন তিনি। এমনকি ইয়েজিকে নিয়ে মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যম
এক্সের ইলন মাস্ক। তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে লিখেছিলেন, ‘সে (ইয়েজি) কোনো অ্যাকশন
মুভিতে নাম লেখাতে পারে। অভিনয় করার দরকার হবে না!’
মাস্কের সেই কথা বাস্তবে ফলেছে। অলিম্পিক পদকজয়ী (রুপা) ইয়েজি সত্যি সত্যিই অভিনয়ে নাম লিখিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলভিত্তিক এন্টারটেইনমেন্ট ফার্ম এশিয়া ল্যাব বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘ক্রাশ’ সিরিজে অভিনয় করেছে ৩২ বছর বয়সি ইয়েজি। আর সেটা ভিলেন চরিত্রে। তার সঙ্গে অভিনয় করবেন ভারতের অভিনেত্রী আনুশকা সেন। অলিম্পিকের পরেই অবশ্য বিনোদনজগতে নাম লেখানোর প্রাথমিক উদ্যোগ নিয়েছেন ইয়েজি। দক্ষিণ কোরিয়ান এক ট্যালেন্ট এজেন্সির সঙ্গে এ ব্যাপারে চুক্তিও করেছেন তিনি। মাঝে ম্যাগাজিনে ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেছেন।