প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম
কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করারমাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এতোদিন এককভাবে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সেই রেকর্ডে নাম লেখালেন হালান্ডও।
২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো। ২০১১ সালে ১০৫ ম্যাচে করেছিলেন ১০০ গোল। গত একযুগ ইউরোপিয়ান ক্লাবের হয়ে এটিই ছিল দ্রুততম শত গোল ছোঁয়ার মাইলফলক। অবশেষে সেই রেকর্ড ভাগ বসালেন হালান্ড।
রবিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই ম্যানসিটির হয়ে গোলের দেখা পান হালান্ড। সেই গোলেই তিনি ভাগ বসান ক্রিস্টিয়ানোর রেকর্ডে। ম্যানসিটির হয়ে ১০৫ ম্যাচ খেলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ২৪ বছর বয়সি এই তারকা। যদিও তার সামনে সুযোগ ছিল রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার।
১০৩ ম্যাচেই ৯৯ গোল করে ফেলেছিলেন নরওয়েজিয়ান সেনশেসন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামলেও হালান্ড পাননি গোলের দেখা। ফলে ভাঙা হয়নি পর্তুগিজ তারকার রেকর্ড। সমান ম্যাচ খেলে ১০০ গোল করে বসালেন তার রেকর্ডে ভাগ।