× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের চোটে চিন্তায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম

সাকিবের আঙুল ফেটেছে, রক্তও পড়েছে। চেন্নাই টেস্টে বলও কম করেছিলেন সাকিব— চেন্নাই থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম

সাকিবের আঙুল ফেটেছে, রক্তও পড়েছে। চেন্নাই টেস্টে বলও কম করেছিলেন সাকিব— চেন্নাই থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম

ভারতের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে বল হাতে পুরোপুরি নির্বিষ ছিলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ব্যাটিংয়েও রাখতে পারেননি ছাপ। তবে এসব ছাপিয়ে আলোচনায় তার আঙুলের চোট। এ অবস্থায় কানপুরে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে সাকিবের। তবে বিসিবির নির্বাচক হান্নান সরকার এখনই সিদ্ধান্ত জানাতে চান না। সাকিবের ব্যাপারে ভাবতে সময় নিচ্ছে বিসিবি।

আজ সোমবার চেন্নাইতে টিম হোটেলের সামনে গণমাধ্যমকে হান্নান জানান, চেন্নাইতে বল করার সময়ই নতুন করে চোট পেয়েছিলেন সাকিব,  'আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।'

চেন্নাই টেস্টে বল হাতে নিজের ছায়া ছিলেন সাকিব। রান বিলিয়েছেন দেদার। ফিল্ডিংয়ে হারিয়ে বসেছেন ক্ষিপ্রতা। এমন অবস্থায় উঠল সেই চরম প্রশ্নটাই। চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়, সাকিবের জায়গা কি তবে নড়বড়ে? উত্তর দিতে খানিকটা নড়েচড়ে বসেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকের প্রশ্নটি শুনে নিজেকে সামলে নিতে কয়েক মুহূর্ত সময়ও নেন শান্ত। এরপর সহাস্যে বলেন, ‘আপনি কিন্তু ভাই খুব সাহসী প্রশ্ন করেছেন!’ কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি শান্ত।

তবে বিসিবি নির্বাচক হান্নান জানালেন, এখনো সাকিব দলের সমন্বয়ের জন্য সেরা পছন্দ,  'সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে সমন্বয় সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।'

চেন্নাই টেস্ট চারদিনে শেষ হয়ে যাওয়ায় সোমবার দিনটা ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। মঙ্গলবার তারা ধরবেন কানপুরের ফ্লাইট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মাঝে কিছুটা সময় থাকায় যেকোনো সিদ্ধান্ত এখনই নেওয়ার দরকার দেখছে না টিম ম্যানেজমেন্ট।

হান্নান বলেছেন, 'সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কী অবস্থা। আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।’

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বল করেছেন ৮ ওভার। উইকেট পাননি, রান খরচ করেছেন ৫০। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে খরচ ৭৯ রান। সাদামাটা সাকিব দুই ইনিংসে ২১ ওভার বল করে ৬.১৯ ইকোনমিতে। টেস্ট ক্যারিয়ারে এমন অকাতরে রান আগে কখনও দেননি। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩২ ও ২৫ রান।

ছায়া হয়ে থাকা সাকিবকে নিয়েই তাই আলোচনা। কথা উঠেছে, ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া কানপুর টেস্টে কি সাকিব থাকবেন নাকি তার জায়গায় দলে আসবেন স্পিনার তাইজুল ইসলাম? বিসিবির মতে, এখনও সময় আছে অনেক। সাকিব থাকছেন কি থাকছেন না, সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা