প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে মেসিদের দুটি ম্যাচ— সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলের লাতিন অঞ্চলের বাছাইপর্বে আগামী অক্টোবরে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশি-নীলদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া। এস্তাদিও মনুমেন্টাল ডি মাতুরিনে ১০ অক্টোবর রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। এস্তাদিও মাস মনুমেন্টালে ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়াকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা।
লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৬ ও উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১১।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে ভেনেজুয়েলা। প্যারাগুলে ও বলিভিয়ার পয়েন্ট সমান ৯ পেলেও গোল পার্থক্যে সপ্তম ও অষ্টম স্থানে প্যারাগুয়ে এবং বলিভিয়া।
মোট ১০টি দল লাতিন অঞ্চলের বাছাইয়ে অংশ নিচ্ছে। টেবিলের শীর্ষ ছয় দল ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে অফ খেলে ফুটবলের বিশ্ব আসরে যাওয়ার লড়াইয়ে নামবে।