প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করেছে বিসিবি। সে লক্ষ্যে আজ সোমবার দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি দলের উপস্থিতিতেই মিরপুর স্টেডিয়াম এবং চট্টগ্রামে ভেন্যুতে নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রোটিয়াদের বিপক্ষে দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। সিরিজের টেস্ট ম্যাচ দুটি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে হবে। দ্রুতই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণ করা হবে। আগামী ২১ অক্টোবর ঢাকায় এবং ২৯ অক্টোবর চট্টগ্রামে টেস্ট সিরিজের ম্যাচ দুটি আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবি।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ সফরে নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপের মত দুটি বড় ক্রীড়া আসর সরে যাওয়াতে, সতর্ক দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
তবে বিসিবির আশ্বাসে দেশটি এখনো বাংলাদেশ সফর বাতিল করেনি। বরং তাদের তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। রোববার তাদের উপস্থিতিতেই মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী।