× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাচিনকে আক্ষেপে ভাসিয়ে গলে শ্রীলংকার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৩ পিএম

দলের হার যেমন রুখতে পারেননি তেমনি নিজের শতরানও হাতছাড়া হয়েছে রাচিনের — সংগৃহীত ছবি

দলের হার যেমন রুখতে পারেননি তেমনি নিজের শতরানও হাতছাড়া হয়েছে রাচিনের — সংগৃহীত ছবি

প্রতিরোধ গড়েও শ্রীলংকার বিপক্ষে হার এড়াতে পারলে না নিউজিল্যান্ড। গল টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল শ্রীলংকা। স্বাগতিকদের দরকার ছিল ২ উইকেট, নিউজিল্যান্ডের ৬৮ রান। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। ম্যাচের পঞ্চম দিনে সেই বাধা বেশি সময় টেকেনি। প্রবাত জয়াসুরিয়ার স্পিনে দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই আউট হয়ে যান শেষ ২ কিউই ব্যাটার। ৬৩ রানের জয় পায় লংকানরা।

গলে চতুর্থ দিনে ৯১ রানে অপরাজিত ছিলেন রাচিন। সুযোগ ছিল লেজের ব্যাটারদের নিয়ে সেঞ্চুরি করার। তবে সেটি আর করতে পারলেন না। পঞ্চম দিনে আর ১ রান যোগ করতেই জয়াসুরিয়ার বলে এলবিডব্লিউ হয়ে যান এই অলরাউন্ডার। 

প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩০৫ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ৩৪০ রান করে কিউইরা। ফিফটি পান টম ল্যাথাম, ড্যারিয়েল মিচেল ও কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড লিড পায় ৩৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আরও দৃঢ়তা দেখায় স্বাগতিক শ্রীলংকা। 

কেউ সেঞ্চুরি না পেলেও অর্ধশতক হাঁকান দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষমেশ ৩০৯ রান করে কিউইদের ২৭৫ রানের লক্ষ্য দেয় লংকানরা। সেটি অতিক্রম করতে গিয়ে ২১১ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা