সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:২০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩ পিএম
বাংলাদেশকে ১-১ গোলে রুখে দিয়েছে মালদ্বীপ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হার মেনেছিল বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ড্র করেও বাংলাদেশ দেখছে সেমিফাইনাল খেলার স্বপ্ন। তবে শেষ চারে খেলতে হলে দেশের ছেলেদের তাকিয়ে থাকতে হচ্ছে ভারতের দিকে। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ভারত হারাতে পারলে হাসবে বাংলাদেশ। তবে মালদ্বীপ ভারতের সঙ্গে ড্র করলে বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। ভারত ২ গোলের ব্যবধানে জিততে পারলেই বাংলাদেশ খেলবে সেমিতে।
আজ বাংলাদেশের ফুটবলাররা গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। ফিনিশিং দুর্বলতার কারণে ১ গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর দুই দলই ১টি করে গোলের দেখা পেয়েছে। তবে বাংলাদেশ হাতছাড়া করেছে গোলের অসংখ্য সুবর্ণ সুযোগ।
ম্যাচের ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ক্ষিপ্রগতির শটে জাল কাঁপান মুর্শেদ আলী। লিড নিতেই সামনে এসেছিল এগিয়ে যাওয়ার আরও সুযোগ। ৫ মিনিট বাদে সে সুযোগ দুটি নষ্ট করে বাংলাদেশ। লড়াইয়ের বয়স ৭৫ মিনিট হতেই স্কোর লেভেল করে ফেলে মালদ্বীপ। পাল্টা আক্রমণ থেকে মালদ্বীপের ইলান দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নেন শট। তাতে আগুয়ান গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।
মালদ্বীপ সমতাসূচক গোল পাওয়ার পরও বাংলাদেশের গোল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। রক্ষণভাগের সঙ্গে গোলরক্ষককেও পরাস্ত করে ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্য জালে বলের ঠিকানা গড়ে দিতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। যোগ করা সময়ে খেলা হয়েছে ৭ মিনিট। ইনজুরি টাইমেও লাল-সবুজের করায়ত্তে ছিল বল। কিন্তু ফিনিশিং দুর্বলতায় বাংলাদেশ হয়েছে জয়বঞ্চিত।