প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩১ এএম
লিওনেল মেসি ও হ্যারি কেইন
লিওনেল মেসি নিজে গোল করবেন, সঙ্গে সতীর্থদের গোলে করবেন অ্যাসিস্ট। ইন্টার মিয়ামিতে এমন অলিখিত রীতিতে যেন হঠাৎই ছেদ পড়ছে। শনিবার রাতে আর্জেন্টাইন ফুটবল জাদুকর পাননি গোলের দেখা। রাখতে ব্যর্থ হয়েছেন সতীর্থের গোলে সহায়তাও। মাঠের লড়াইয়ে নিষ্প্রভ মেসি পারেননি প্রিয় দল ইন্টার মিয়ামিকে জয় উপহার দিতে। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে হোঁচট খেয়েছে মেসির ক্লাব মিয়ামি। আগের ম্যাচের চিত্রনাট্যই যেন মঞ্চস্থ করলেন আলবিসেলেস্তের প্রাণভোমরা।
টুর্নামেন্টের প্লে-অফের টিকিটটা আগেই নিশ্চিত হয়ে গেছে ইন্টার মিয়ামির। এবার ক্লাবটি স্বপ্ন দেখছিল এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার রেকর্ড গড়ার। নিউইয়র্ক সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় বড় এক ধাক্কাই খেয়েছে মেসির মিয়ামির সেই রেকর্ডের স্বপ্ন। যদিও স্বপ্ন সত্যি করতে এখনও তাদের হাতে রয়েছে আরও চার ম্যাচ। প্রতিপক্ষের মাঠে গোলের সন্ধান পেতে মিয়ামিকে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। মিয়ামিকে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। সতীর্থের এ গোলে অবদান রাখতে পারেননি মেসি। গোলটিতে অ্যাসিস্ট করেন মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা।
কাম্পানার গোলে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল মিয়ামি। দলটির সমর্থকরা প্রতিপক্ষের মাঠে জয়োৎসব প্রায় শুরুই করে দিয়েছিল। কিন্তু নাহ! সেটা আর করা হয়ে ওঠেনি ক্লাব অনুসারীদের। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে স্কোর লেভেল করে ফেলে নিউইয়র্ক সিটি এফসি। স্যান্ডস গোলটি উপহার দিয়েছেন সান্তিয়াগো রদ্রিগেজের নেওয়া কর্নার থেকে উড়ে যাওয়া বলে মাথা ছুঁইয়ে।
অন্যদিকে দুরন্ত ফর্মে রয়েছেন ‘গোল মেশিন’ হ্যারি কেইন। জার্মানিতে পাড়ি জমানোর পর থেকে নিজের দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন। প্রায় প্রতি ম্যাচে পাচ্ছেন গোলের দেখা। শনিবার রাতে তার প্রমাণও দিলেন। ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে গোল উৎসবের ম্যাচে ৫৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান কেইন। ম্যাচটিতে ৫-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
এই গোলেই ইংলিশ ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় সর্বাধিক গোলের রেকর্ড করেছেন কেইন। গোলবন্যার ম্যাচে ৫৭ মিনিটে গোল এনে দেন কেইন। ৩৬ ম্যাচে তার গোলের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৪১-এ। এ কীর্তিতে কেইন টপকে গেছেন জর্ডন সানচোকে। বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৪০ গোল করেছিলেন তিনি।
পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার রাতে বায়ার্নের হয়ে ডাবল গোল করেন মাইকেল ওলিসে। ম্যাচের ২৩ ও ৬০ মিনিটে গোল করেন এ জার্মান ফরোয়ার্ড। অন্য দুটি গোল আসে জামাল মুসিয়ালা ও সার্জ গ্র্যানবির কল্যাণে। বুন্দেসলিগায় গোলের ঝরনা ছড়িয়ে তালিকার শীর্ষে থাকা বায়ার্ন পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। ৪ ম্যাচে ৪ জয়ে বাভারিয়ানদের পুঁজি এখন ১২ পয়েন্ট। দুইয়ে থাকা এফসি ফেইবুর্গ ৪ ম্যাচে ৩ জয়ে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট।
আর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। ওয়েস্ট হামের বিপক্ষে চেলসির জয়ের ব্যবধানও একই। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।