চেন্নাই টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৮ পিএম
চেন্নাই টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল । ছবি: আ. ই. আলীম
চেন্নাইয়ে লাল বলের যুদ্ধে
ভারত-বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনটা সফরকারীদের প্রতিকূলে। রবিচন্দ্রন অশ্বিন
ও রবিন্দ্র জাদেজার দৃঢ়তায় ব্যাকফুটে নাজমুল হোসেনরা। বাংলাদেশের এমন দুর্দিনে দলের
সঙ্গে না থেকেও আছেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন, বাংলাদেশের
পক্ষে সাফাই গাচ্ছেন সাবেক এই ওপেনার।
ধারাভাষ্যকার হিসেবে বৃহস্পতিবার অভিষেক হয় তামিমের। অভিষেক আগেই হয়েছিল, সেটা অতিথি হিসেবে। ২০২৩ সালে
নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্টে এক সেশনের কিছু অংশে ধারাভাষ্যে ছিলেন তিনি। তারও আগে
২০২২ বিপিএলে ধারাভাষ্য দিয়েছিলেন। তবে পুরোদস্তুর ধারভাষ্যকার হিসেবে এবারই প্রথম
কোনো সিরিজে থাকছেন।
আজ টসের পর স্টার স্পোর্টসের
বিশ্লেষণী অনুষ্ঠানে হাজির ছিলেন তামিম। সেখানে তার সঙ্গে ছিলেন পার্থিব প্যাটেল। এরপর
প্রথম সেশনের মাঝামাঝিতে হাজির হন ধারাভাষ্যকক্ষে। তখন তার সঙ্গে ছিলেন সাবেক ভারতীয়
ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী, আরও ছিলেন কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক হার্শা
ভোগলে। বাংলাদেশের হয়ে তার সঙ্গী হিসেবে আছেন আতাহার আলী খান। নতুন ক্যারিয়ারের
জন্য বেশ ভালোভাবে প্রস্তুতিও নিয়েছিলেন তামিম। ধারাভাষ্যকারের জন্য বিশেষ কোর্স করছিলেন
গত কিছুদিন ধরে। এবার সেটি কাজে লাগানোর পালা।