চেন্নাই টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন রবিচন্দন অশ্বিন; ছবি: আ. ই আলীম
বাংলাদেশের বোলিং তোপে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। কিন্তু এরপরেই প্রতিরোধ গড়েছে রোহিত শর্মার দল। যেখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিং তোপে টিকতে পারেননি, সেখানে বাংলাদেশকে ভুগিয়েছেন রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই দুই ব্যাটার প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে আর কোনো বিপর্যয় হতে দেননি।
চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। অথচ উইকেটের পতন হয়নি একটিও। ফলে দিন শেষে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে স্বাগতিক ভারত। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে অশ্বিন অপরাজিত আছেন ১০২ রানে। জাদেজাও আছেন সেঞ্চুরির পথে। বাঁহাতি এই ব্যাটারের অপরাজিত আছেন ৮৭ রানে।
এর আগে চেন্নাই টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তে সঠিক প্রমাণ করেন পেসার হাসান মাহমুদ। শুরুতেই ভারতের ব্যাটিং লাইন আপে তিন ধাক্কা দেন পেসার হাসান। একে একে তুলে নেন রোহিত শর্মা (৬), শুভমন গিল (০) ও বিরাট কোহলিকে (৬)। তিন ধাক্কার পর হাসান মাহমুদে সাজঘরে ফেরেন রিশভ পন্তও (৩৯)।
তবে এক প্রান্ত আগলে হতাশ করছিলেন ভারতের ওপেনার যশমী জয়সোয়াল। চাপের মুখে দাঁড়িয়ে তুলে নেন নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অবশ্য ফিফটির পর নাহিদ রানার বলে আউট হন তিনি। বিদায়ের আগে ১১৮ বলে ৫৮ রান করেন এই তরুণ। নাহিদের আঘাতের পর মিরাজের ঘূর্ণিতে ভারতের ষষ্ঠ উইকেটের পতন হয় লোকেশ রাহুলের (১৬) বিদায়ে।
১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারত আর কোনো উইকেট না হারিয়েই ৩৩৯ রানে দিন শেষ করেছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে। দুজনেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছেন। অশ্বিন ১০৮ বলে ১০ চার ও ২ ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌছান। জাদেজাও সমান ১০ চার ও ২ ছক্কায় ১১৭ বলে ৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: প্রথম দিন শেষে ৮০ ওভারে ৩৩৯/৬ (জয়সওয়াল ৫৬, রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬*, অশ্বিন ১০২*; তাসকিন ১৫-১-৪৭-০, হাসান ১৮-৪-৫৮-৪, নাহিদ ১৭-২-৮০-১, মিরাজ ২১-১-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)।