× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন। ছবি : বাফুফে

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন। ছবি : বাফুফে

সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলার উদ্দেশ্য ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। এক ম্যাচে জয় এবং অপর ম্যাচে পরাজয়ের সুবাদে উল্টো অবনতি হয়েছে জামাল ভূইয়াদের। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ নিচে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ভুটানে যাওয়ার আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৪তম। বৃহস্পতিবারের হালনাগাদে সেটি নেমে গেছে ১৮৬-তে। বাংলাদেশের রেটিং পয়েন্ট অবশ্য বেড়েছে ০.০৪। বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬ দশমিক ৬৭। এদিকে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তারা অবস্থান করছে এখন ১৮৪-তে। 

পার্শ্ববর্তী দেশ ভারতেরও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। দুই ধাপ নেমে তারা পৌঁছেছে ১২৬-এ। দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে মালয়েশিয়া ১৩২, আফগানিস্তান ১৫২, মালদ্বীপ ১৬৩, মিয়ানমার ১৬৭, নেপাল ১৭৬তম অবস্থানে রয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ের এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১৯৭-এ।

আগের মতোই ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা