× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম

বিমল কর

বিমল কর

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বিমল কর। বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।  

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সক্রিয় সদ্স্য হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় ফুটবল খেলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।  

মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেওয়ার আগে ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেন। 

স্বাধীনতার পর ভিক্টোরিয়া ও ওয়ান্ডারার্সের হয়ে কিছুদিন খেলার পর ফিরে যান নিজের শহর চট্টগ্রামে। জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সেখানেই। দেশ স্বাধীনের পর ঢাকার আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া, মোহামেডান, পিডিবি, রেলওয়ে, কাস্টমস এবং চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন দলে ফুটবল খেলেন। 

বৃহত্তর নোয়াখালী ও ফেনী জেলার হয়ে বিভিন্ন টুর্নামেন্ট এ সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে এবং বাফুফের প্রথম সারির ফুটবল রেফারি হিসেবে তিনি নিজেকে বহু বছর নিয়োজিত রেখেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, পুত্রবধূ, তিন জামাতা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে আনুমানিক বিকালে বিমল করের শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

পিতা রোহিনী কর ও মা হিরনময়ী কর-এর দ্বিতীয় সন্তান বিমল করের জন্ম ১৯৩৭ সালের ০৯ জুন ফেনী জেলার পরশুরাম গ্রামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা