চেন্নাইয়ে আগুনে বোলিং করছেন টাইগার পেসার হাসান মাহমুদ। বল হাতে নিলেই উইকেটের দেখা পাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অন্যতম এ নায়ক। রোহিত শর্মা আর শুভমান গিলের পর এবার আউট করেছেন এ মুহূর্তে ভারতের ব্যাটিংস্তম্ভ বিরাট কোহলিকেও। দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত। ৩টি উইকেটই শিকার করেছেন হাসান।
এর আগে ভারতীয় ইনিংসের ষষ্ঠ এবং নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের প্রথম বলেই রোহিতকে আউট করেন হাসান। ১ ওভার বিরতির পর এ পেসার তুলে নেন গিলের উইকেটও।
নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেওয়ার আগে মাত্র ৬ রান করতে পেরেছেন রোহিত। ভারত দলীয় ১৪ রানের মাথায় হারায় তাদের প্রথম উইকেট। রানের খাতা খোলার আগেই গিলকে আউট করেন হাসান। পরে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। কিন্ত তাকেও দ্রুতই লিটন দাসের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান হাসান। ব্যক্তিগত ৬ রানেই থামে কোহলির ইনিংস। ১৮ রান করে জয়সওয়াল অপরাজিত। তার সঙ্গে নতুন ব্যাটার ঋষভ পন্ত।
৬ ওভার বল করে এখন পর্যন্ত ১০ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন হাসান। তাসকিনের ৫ ওভারের স্পেলের পর হাসানের সঙ্গে বোলিং জুটিতে এসেছেন নাহিদ রানা। ভারতের স্কোর ৪০/৩।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের ওই একাদশ নিয়েই এদিন মাঠে নামে বাংলাদেশ। ওই টেস্টের মতো এ ম্যাচেও তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান, তারা তিন পেসার ও দুজন স্পিনার খেলাতে যাচ্ছেন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে জানান, কন্ডিশন কাজে লাগাতে ও উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান। তার পেসাররা অধিনায়কের কথা রেখেছেন। তাসকিন, হাসান আর নাহিদ রানার পেসে কাঁপছে ভারত।