× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেন্নাই টেস্ট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:০১ এএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ এএম

চেন্নাইয়ে টসের কয়েন ছুড়ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাশে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : আ. ই. আলীম

চেন্নাইয়ে টসের কয়েন ছুড়ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাশে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : আ. ই. আলীম

চেন্নাই টেস্টে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। শুরুতে স্বাগতিক ভারতকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। এ মাঠে সর্বশেষ কোনো টেস্টে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। ১৯৮২ সালে ড্র হয়েছিল ম্যাচটি। সেই সিদ্ধান্তের ৪২ বছর পর ফ্লেচারের পথে হাঁটলেন শান্ত। সব মিলিয়ে এ মাঠে ২১ ম্যাচ পর কোনো দল টস জিতে প্রতিপক্ষকে শুরুতে ব্যাটিংয়ে পাঠাল।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়েই মাঠে নামছেন টাইগাররা। ওই টেস্টের মতো এ ম্যাচেও তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান, তারা তিন পেসার ও দুজন স্পিনার খেলাতে যাচ্ছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে জানান, কন্ডিশন কাজে লাগাতে ও উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশদীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা