চিপক টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৪ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৬ এএম
চিপকের স্পিনিং উইকেটে তাইজুলদের দায়িত্ব বাড়তে পারে৷ গতকাল অনুশীলনে হয়ত এসবই বোঝাচ্ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে— ছবি: চেন্নাই থেকে আ. ই. আলীম
সংবাদ সম্মেলনে শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান গৌতম গম্ভীর। ভারতের কোচ পরক্ষণেই মনে করিয়ে দেন, ‘এটা কিন্তু নতুন সিরিজ।’ পাঁচ বছর আগে গোলাপি বলে খেলা বাংলাদেশ আর সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশ যে এক নয়— তা মানছে ভারত। কিন্তু নিজেদের উঠানে তাদের কাছ থেকে যে কেউই ছাড় পায় না, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভারত কোচ।
বাংলাদেশ যদিও ওসব গায়ে মাখেনি। আগের দিন কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন শিষ্যদের ওপর বিশ্বাসের কথা। গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘জেতার জন্যই খেলব।’
ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে সাদা পোশাকে লাল বলের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তভুক্ত ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। সপ্তাহদুয়েক আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা শান্ত ব্রিগেড আশাবাদী, ভারতেও তারা ইতিহাস গড়বেন। কিন্তু ঘরের মাটিতে সিরিজ জয়ের ধারায় থাকতে চায় রোহিত শর্মার দল।
পাকিস্তানকে সিরিজে হারানোর পর থেকেই অধিনায়ক শান্ত বলছেন, ভারতের বিপক্ষে জিততে চান। গতকালও তার কণ্ঠে ছিল একই সূর। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে সুখস্মৃতি একদমই নেই। বাংলাদেশের বিপক্ষে এখন অবধি ১৩ টেস্টের ১১টিতেই জিতেছে ভারত। বাকি দুটো ড্র। এই ১১ টেস্টের আটটি হয়েছে বাংলাদেশে। বাকি তিনটি ভারতে। দুই বারের সফরে বাংলাদেশ সেখানে নূন্যতম লড়াইও চালাতে পারেনি।
২০১৭ সালে সবশেষ সফরেও বাংলাদেশ হেরেছে শোচনীয়ভাবে। কিন্তু এবার কন্ডিশন ও দলের অবস্থা ভিন্ন। পাকিস্তানকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চান টাইগার অধিনায়ক। অতীত নিয়ে ভাবতে চান না। এমনকি প্রতিপক্ষ কিংবা পরিসংখ্যান নিয়েও ভাবতে নারাজ শান্ত। তার ভাবনায় স্রেফ দল এবং আজ সকালে শুরু হওয়া টেস্টের পাঁচদিন কিভাবে ভালো খেলা যায়, সেটা।
প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে।
বাংলাদেশ অধিনায়ক গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে।’
টেস্টে ভারত কতটা ভালো দল, তার প্রমাণ দেবে ছোট্ট এই পরিসংখ্যান। গত এক যুগ ধরে নিজেদের উঠোনে ১৭টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে তাদের জয় ৪০ টেস্টে। হার মোটে চারটিতে। বাকি সাতটিতে ড্র। পাকিস্তানকে সিরিজ হারিয়ে আসা বাংলাদেশের জন্য এবারের ভারত সফরের চ্যালেঞ্জও সেখানেই। আর ভারত হাঁটতে চায় সেই পুরোনো ধারাতেই।
ম্যাচের আগে চিপকে আত্মবিশ্বাসী কোচ গৌতম গম্ভীর বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের জন্য বাংলাদেশকে অভিনন্দন। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেট খেলাটা জরুরি। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব।’
চিপকের পিচ সাধারণত স্পিন নির্ভর হয়। ভারত-বাংলাদেশের টেস্ট মহারণেও আভাষ মিলছে তেমনটাই। স্পিনের বিষয়টি মাথায় রেখেই দল সাজাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার একাদশে রাখতে পারে বাংলাদেশ। চিপকে সাকিব-মিরাজদের পাশাপাশি স্পিনার হিসেবে দলে থাকতে পারেন তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে তাসকিনের সঙ্গী হতে পারেন স্পিড স্টার নাহিদ রানা।
শান্তদের নির্ভার থাকা এবং রোহিতদের গর্ব ধরে রাখার লড়াইয়ের প্রথমদিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া জানাচ্ছে, চেন্নাইয়ে সকাল থেকে ৬০ শতাংশ আকাশ মেঘে ঢাকা থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪১ শতাংশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।