× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা শিলাচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৬ পিএম

১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার সালভাতোরে স্কিল্লাচি মারা গেছেন। সংগৃহীত ছবি

১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার সালভাতোরে স্কিল্লাচি মারা গেছেন। সংগৃহীত ছবি

প্রায় দুই বছর আগে থেকেই ক্যানসারে ভুগছিলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার সালভাতোরে শিলাচি। মাঠের লড়াইয়ে একাধিক জয় পাওয়া এই তারকা হেরে গেলেন মরণব্যাধি এই রোগের কাছে। ৫৯ বছর বয়সে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শিলাচির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জুভেন্টাসে আমরা তার খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’ এছাড়া একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, দেশটির পালের্মো হাসপাতালে মারা গেছেন শিলাচি। তিনি মূলত আক্রান্ত ছিলেন মলাশয়ের ক্যানসারে। 

তোতো নামে বেশি পরিচিত ছিলেন শিলাচি। ১৯৯০ সালে হঠাতই আসেন লাইম লাইটে। ঘরের মাঠে সেই বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল ছাড়াও করেছিলেন একটি অ্যাসিস্ট। এতে জিতেছিলেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটিই। ওই একটি বিশ্বকাপেই খেলেছেন শিলাচি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন ১৯৯১ সালে, বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। ইতালির জার্সিতে সবমিলিয়ে ১৬ ম্যাচের ক্যারিয়ার শিলাচি। ৭ গোলের সঙ্গে করেন একটি অ্যাসিস্ট।

শিলাচির ক্লাব ক্যারিয়ার সমৃদ্ধ ছিল বেশ। সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ খেলেন ইতালির জুভেন্টাসের হয়ে। ক্লাবটির হয়ে উয়েফা কাপ (এখনকার ইউরোপা) ও ইতালিয়ান কাপ জেতেন তিনি। পরে ইন্টার মিলানের হয়ে পান আরেকটি উয়েফা কাপ জয়ের স্বাদ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে চারটি ক্লাবের হয়ে খেলা তিনি মাঠে নামেন সর্বমোট ৩৮৪ ম্যাচে। ১৫৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেন ১৯টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা