× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিলান জয়ে লিভারপুলে উচ্ছ্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০০ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

লিভারপুলের ফুটবলারদের গোল উদযাপন

লিভারপুলের ফুটবলারদের গোল উদযাপন

লিভারপুল গোল হজম করে বসে ম্যাচের তৃতীয় মিনিটেই। তবে এতে দমে যায়নি একটুও। উল্টো আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে দ্য রেডস শিবির। তাদের আগ্রাসনে নাস্তানাবুদ হয়ে পড়েছিল এসি মিলান। তাতে মঙ্গলবার রাতে মিলানের সান সিরোয় ৩-১ গোলের দারুণ এক জয়ে নতুন আদলের চ্যাম্পিয়নস লিগ শুরু করল কোচ আর্না স্লটের শিষ্যরা। এমন দাপুটে জয়ে অ্যানফিল্ড শিবির যেন ভেসে চলেছে উচ্ছ্বাসের বন্যায়।

ঘরের মাঠে ম্যাচে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে শুরুতেই এগিয়ে যায় মিলান। পরে ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের মাথা ছোঁয়া গোলে লিড নিয়েই বিরতিতে যায় ইংলিশ জায়ান্ট ক্লাবটি। দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান বাড়িয়ে নেন দমিনিক সোবোসলাই।

নিজেদের মাঠে তিন মিনিট না যেতেই গোলের দেখা পেয়ে যায় মিলান। মাঝমাঠ থেকে আলভারো মোরাতার দেওয়া পাস ধরে বক্সে ঢুকে পড়েন পুলিসিক। বা পাশে আড়াআড়িভাবে থাকা প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের সামনে দিয়েই ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্টে ঠিকানা খুঁজে নেন চেলসির সাবেক ফরোয়ার্ড।

লিভারপুল সমতায় ফেরে ২৩ মিনিটে। বক্সের বাইরে বাঁ দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্রস শট নেন। সেই উড়ন্ত বলে হেড করে প্রতিপক্ষের জাল কাঁপান ফরাসি রক্ষণভাগের ফুটবলার কোনাতে। পরে ৪১ মিনিটে ঠিকই লিড নেয় অতিথিরা। মোহাম্মদ সালাহর নিচু শট কর্নারের বিনিময়ে সেভ করেন মিলান গোলরক্ষক মাইক ম্যাগনান। কিন্তু কর্নার থেকে আর শেষ রক্ষা হয়নি। হেডে এবার গোল করেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডাইক।

ম্যাচের ৬৭তম মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে লিভারপুলকে জয়ের পথ আরও সহজ করে দেন সোবোসলাই। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন হাকপো। ছয় গজ দূর থেকে চমৎকার ভলিতে জালে বল জড়িয়ে দেন হাঙ্গেরির এ কাপ্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা