× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পুরুষদের সমান প্রাইজ মানি পাবে এবার নারীরাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৯ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:১১ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি বেড়ে দ্বিগুণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি বেড়ে দ্বিগুণ

আইসিসি আগেই জানিয়েছিল, সমমানের ক্রিকেট টুর্নামেন্টে পুরুষদের সমান প্রাইজ মানি পাবে নারীরা। ২০২৩ সালের জুনের বার্ষিক সভাতেই এ সিদ্ধান্তটা নিয়ে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ঐতিহাসিক সিদ্ধান্তটা প্রথমবারের মতো কার্যকর হতে যাচ্ছে এবার। সেটা আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। চলতি বছরের জুনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত যে পরিমাণ প্রাইজ মানি পেয়েছে, অক্টোবরে হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও সমপরিমাণ অর্থ পুরস্কার পাবে।

আরব আমিরাতের মাটিতে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পাবে ২৩.৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ২৮ কোটি টাকা। গত বছর অস্ট্রেলিয়ান কন্যারা পেয়েছিল ১০ লাখ ডলার। ২০২৩ সালের সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা অস্ট্রেলিয়া যে পরিমাণ প্রাইজ মানি পেয়েছিল, এটা তার চেয়ে ১৩৪ শতাংশ বেশি। 

এবার রানার্সআপ দলের প্রাইজ মানিও বেড়ে গেছে। সেটা বেড়েছে গতবারের তুলনায় ১৩৪ শতাংশ। গত আসরে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পেয়েছিল সাড়ে ৫ লাখ। এবার ১১.৭ লাখ ডলার পাবে ফাইনালে শিরোপা হাতছাড়া করা দলটি। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১৪ কোটি টাকা। এবার শেষ চার থেকে বিদায় নেওয়া দুই দল ঘরে ফিরবে ৬.৭৫ লাখ ডলার পকেটে নিয়ে। তার মানে তাদের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৮ কোটি টাকা।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি প্রাইজ মানি হিসেবে সব মিলিয়ে খরচ করবে ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ মার্কিন ডলার (প্রায় ৯৫ কোটি টাকা)। গত আসরের অর্থ পুরস্কার ছিল ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে এবার ২২৫ শতাংশ বেড়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলোর নামের পাশে যোগ হবে ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার। টাকার অঙ্কে যেটি প্রায় ৩৭ লাখ ২২ হাজার। বিশ্বমঞ্চ থেকে প্রতিটি দল কম করেও হলেও ১ লাখ সাড়ে ১২ হাজার মার্কিন ডলার নিয়ে দেশে ফিরবে। অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।

৩ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। শারজাহ’তে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ এই ম্যাচ শুরুর সময় বদলের কথাও জানিয়েছে আইসিসি। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি এখন মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যার অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে বিকালে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। কিন্তু আগস্টের রাজনৈতিক পালা বদলের কারণে আইসিসি টুর্নামেন্টটি সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা