× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের সামনে রেকর্ডের হাতছানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪২ পিএম

সাকিবের সামনে রেকর্ডের হাতছানি

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। জাতীয় দলের সঙ্গে তিনি পার করে ফেলেছেন দীর্ঘ ১৮ বছর। ক্যারিয়ারের লম্বা সময়ের পথচলায় দেশের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার আসন্ন ভারত সিরিজে বিরল এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এ টাইগার অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে কেবল চারজন অলরাউন্ডার ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূরণ করে ফেললেও বল হাতে দরকার আরও ৮ উইকেট।

ক্যারিয়ারের ৬৯ টেস্ট শেষে সাকিবের সংগ্রহ ৪,৫৪৩ রান ও ২৪২ উইকেট। ভারতের বিরুদ্ধে আসন্ন দুটি টেস্টে ৮টি উইকেট নিতে পারলেই ৩৭ বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার নজির গড়বেন। সাকিবের আগে এ কীর্তি গড়েছেন বিশ্ব ক্রিকেটের চার গ্রেট অলরাউন্ডার—ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।

রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ক্যালিস। ১৬৬ টেস্ট খেলে ক্যালিস ১৩,২৮৯ রান করেন এবং ২৯২ উইকেট নেন। দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ১৩১ টেস্টে ৫,২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে থাকা বোথাম ১০২ টেস্ট খেলে ৫,২০০ রান করার পাশাপাশি নিয়েছিলেন ৩৮৩ উইকেট। চতুর্থ স্থানে থাকা ভেট্টরি ১১৩ টেস্ট খেলে ৪ হাজার ৫৩১ রান করেছেন। তার উইকেটের সংখ্যা ৩৬২।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা