প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩ এএম
সদ্যই পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তদের লড়াই ভারতের বিপক্ষে। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজের আগে ভারতীয় দলকে সতর্ক করলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। একই সঙ্গে পাকিস্তানকে দেখে রোহিত শর্মাদের শেখার পরামর্শও দিলেন তিনি।
নিজের মিড-ডে কলামে গাভাস্কার লিখেছেন, ‘পাকিস্তানকে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা কতটা শক্তিশালী। বছর কয়েক আগেও যখন বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত, তখনও বাংলাদেশ যথেষ্ট লড়াই করেছে। এবার তারা পাকিস্তানকে হারিয়ে এসেছে। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার জন্য বাংলাদেশ প্রস্তুত।’
ঘরের মাঠে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে কিছুটা নড়বড়ে। এবার সেই পরিস্থিতি নেই বলেই মনে করেন গাভাস্কার, ‘ওদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না। তাই যে দলই ওদের হালকাভাবে নেবে তারা ভুগবে। পাকিস্তান ভুগেছে। ওদের দেখে ভারতের শিখতে হবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে।’
টেস্ট ইতিহাসে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। ১৩টি টেস্টের মধ্যে ১১টি জিতেছে টিম ইন্ডিয়া। দুটি ড্র হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৪৫ রান তাড়া করতে নেমে ৭৪ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন (৪২) ও শ্রেয়াস আয়ারের (২৯) জুটি ভারতকে জেতায়।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে পরের টেস্ট হবে কানপুরে। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশ আসন্ন সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। তেমন পরিকল্পনার কথাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।