প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম
শিরোনাম দেখে চোখ কপালে উঠতে পারে। একই দলে খেলতে পারেন সাকিব আল হাসান, বিরাট কোহলি ও বাবর আজম। ক্রিকেটে এমন ঘটনা ঘটতে যাচ্ছে অচিরেই। মূলত এশিয়া ও আফ্রিকা মহাদেশীয় একটি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও (আইসিসি) সভাপতি হতে যাচ্ছেন। অন্যদিকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির। সেই কারণে এশিয়া ও আফ্রিকা মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে।
আইসিসির কর্মকর্তা ও বতসোয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদার ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা আফ্রো-এশিয়া কাপ পুনরুজ্জীবনের চেষ্টা করছি। জয় (জয় শাহ) পাশে আছেন, মাহিন্দা ভিল্লাপুরাম (মালয়েশিয়া ক্রিকেটের প্রধান ও আইসিসির পরিচালক) অংশ নিয়েছেন এই আলোচনায়।’ নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখনও ঠিক হয়নি এই খেলা প্রতিবছর হবে না দ্বিবার্ষিক হবে। এফটিপি ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের প্রতিশ্রুতির ওপর অনেক কিছু নির্ভর করে। আইসিসির সহযোগী সকল দেশ ও অঞ্চলকেও সংযুক্ত করার দিকে মনোযোগ রয়েছে আমার। আইসিসির সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর মাঝে দূরত্ব মেটাতে চাই এবং তাদের পর্যাপ্ত উন্নতি করতে সাহস জোগাচ্ছে আমার অতীত অভিজ্ঞতা।’