× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯৭৮ বিশ্বকাপ

বিতর্কের এক বিশ্বকাপে প্যাসারেলা জাদু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:২০ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম

বিতর্কের এক বিশ্বকাপে প্যাসারেলা জাদু

১৯৭৮ সালে ফুটবল বিশ্বকাপের ১১তম আসরটি অনুষ্ঠিত হয়েছিলো আর্জেন্টিনায়। নানা কারণে বিতর্কিত এই বিশ্বকাপ জয় করে ইতিহাসে নাম লেখায় স্বাগতিক আর্জেন্টিনা। কিন্তু সব কিছু ছাপিয়ে এই বিজয়ের পথে যার নাম উচ্চারিত হয় বেশি, তিনি দলটির অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা।

মধ্যম শারীরিক গড়নের এই মানুষটি খেলতেন ডিফেন্সিভ পজিশনে। কিন্তু মাঝমাঠ শাসন করাসহ আক্রমণে উঠে এসে ফরোয়ার্ডদের গোলে সহায়তায়ও সিদ্ধহস্ত ছিলেন প্যাসারেলা।

‘এল গ্রান ক্যাপিতান’ বা ‘দ্য গ্রেট ক্যাপ্টেন’ খেতাব পাওয়া প্যাসারেলার জন্ম ১৯৫৩ সালের ২৫ মে আর্জেন্টিনার বুয়েন্সআয়ারসে। আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে খেলে নিজের নাম প্রতিষ্ঠা করে জাতীয় দলে সুযোগ করে নেন দ্রুতই।

১৯৭৪ বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর জাতীয় দলের দায়িত্ব নেন সিজার লুইস মেনোত্তি। দায়িত্ব নিয়ে ২৫ বছর বয়সী প্যাসারেলার কাঁধে তুলে দেন অধিনায়কের দায়িত্ব। প্যাসারেলাকে বেছে নেওয়ার কারণ ছিলো মাঠে খেলোয়াড়দের সংগঠিত করা দারুণ ক্ষমতার পাশাপাশি আক্রমণ ঠেকানো এবং আক্রমণ শানানোতেও ছিলেন কার্যকরি।

১৬ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয় আর্জেন্টিনাকে। সেই গ্রুপের অন্য তিন দল হল- ইতালি, উরুগুয়ে ও ফ্রান্স। গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সেরা আটে যায় তারা। সেরা আট দল দুই গ্রুপে ভাগ হয়ে যায়। সেই গ্রুপে আর্জেন্টিনা পায় ব্রাজিলকে। গোল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলে অবেশেষে ফাইনালে ওঠে প্যাসারেলা অ্যান্ড কোং।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলো আগেরবারের রানার্সআপ নেদারল্যান্ড। খেলা শুরু হতে দেরি হওয়া, দর্শকদের উত্তেজনা আর তৎকালীন সামরিক সরকারের হস্তেক্ষেপের অভিযোগের ফলে এই ম্যাচ বিশ্বকাপের অন্যতম কলঙ্কিত ম্যাচ হিসেবে লেখা থাকবে ইতিহাসে। যদিও মারিও কেম্পেসের দুই আর বারতোনির এক গোলে ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে শিরোপা হাতে নেন প্যাসারেলা।

১৯৮২ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন প্যাসারেলা। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই বাদ হয়ে যায় তারা। ১৯৮৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে তার গোলেই চূড়ান্ত পর্বে যায় আর্জেন্টিনা। ম্যারাদোনা আর কোচের সঙ্গে মতের অমিল ও শারীরিক কারণে কোনে ম্যাচে অংশ নেওয়া হয়নি তার। ম্যারাদোনা জাদুতে ৮৬’র বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। কিন্তু প্রথম ও একমাত্র আর্জেন্টাইন হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ একমাত্র পেয়েছেন ড্যানিয়েল প্যাসারেলাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা