প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২০ পিএম
জিরোনার বিপক্ষে বার্সেলোনার সবশেষ জয় গত বছর জানুয়ারিতে। তারপর তিনবারের দেখায় একবারও জিততে পারেনি কাতালানের ক্লাবটি। লা লিগায় সবশেষ দুটি ম্যাচেই জিরোনার কাছে হেরেছিল ৪-২ গোলে, তার আগে করেছিল গোলশূন্য ড্র। অবশেষে মৌসুমের প্রথম কাতালান ডার্বিতে জয়খরা কাটালো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লামিনে ইয়ামালের জোড়া গোলে তিন ম্যাচ পর জিরোনাকে হারালো বার্সা।
এদিন জোড়া গোল করে বার্সার জয়ে বড় অবদান রেখেছেন লামিন ইয়ামাল। একটি করে গোল করেছেন পেদ্রি ও দানি ওলমো। প্রতিপক্ষের মাঠে সাত মিনিটের মধ্যে দুই গোল করেন বার্সার ওয়ান্ডার বয় ইয়ামাল। ৩০ মিনিটে গোল কিকে ডি-বক্সে বল পান জিরোনা ডিফেন্ডার লোপেস। তাকে ধিরে এগোতে দেখে দ্রুত ছুটে আসেন ইয়ামাল। তাকে কাটাতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ লোপেস। বল কেড়ে ঠান্ডা মাথায় জাল খুজে নেন ইয়ামাল।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। রাফিনহার ফ্রি কিকে বল ডি-বক্সে লেভার পায়ে লেগে পেয়ে যান ইয়ামাল। বুলেট গতির শটে বল জালে পাঠান। লিগে এবার ইয়ামালের গোল তিনটি, অ্যাসিস্ট চারটি। ৬৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন পেদ্রি।
খেলার ৮০ মিনিটে এক গোলে ব্যবধান কমায় জিরোনা। ৮৬ মিনিটে ইয়াসের আসপ্রিয়াকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফেরান তোরেস। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। ১১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।