এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৬ পিএম
পদক জয়ী বিকেএসপির অ্যাথলেটরা
ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত চতুর্থ সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ বিকেএসপি তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।
গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির অ্যাথলেট তামিম হোসেন ট্রিপল জ্যাম্প ইভেন্টে ১৪.৭৫ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পান।
এ ছাড়া ছেলেদের (আসলাম শিকদার, বোরহান শেখ, হাফিজুর রহমান ও আব্দুল্লা আল সবুর) ও মেয়েদের (সুমাইয়া আক্তার, আজমি খাতুন, মীম আক্তার ও রুনা আক্তার) ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে বিকেএসপির অ্যাথলেটরা আরও দুটি ব্রোঞ্জ পদক পান। প্রতিযোগিতায় সার্কভুক্ত ৭টি দেশের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে বিকেএসপির ১৫ সদস্যের একটি দল। বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ফৌজিয়া হুদা জুঁই, কোচ হিসেবে ছিলেন শাহাদাৎ হোসেন ভূঁইয়া ও মোবারক হোসেন টিপু।
আজ সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি, পিএসসি, পিএইচডি অ্যাথলেটিকস দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলের সকলকে অভিনন্দন জানান।