প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
লেম্যান মনে করেন, মেয়ে বলেই তিনি কম বেতন পান— সংগৃহীত ছবি
নারী ফুটবলারদের যা বেতন তার অনেক বেশি পুরুষদের। ফুটবলে এ বেতন বৈষম্য বেশ পুরোনো। সেই পুরোনো বিষয় নতুন করে সামনে এনেছেন এলিসা লেম্যান। ইংল্যান্ড ছেড়ে ইতালিতে পাড়ি জমানো সুইস ফুটবলার লেম্যানের ক্ষোভ, অন্য একজন পুরুষের মতো তিনিও ফুটবল খেলেন। কিন্তু একই কাজ করে পারিশ্রমিক পান সেই পুরুষের চেয়ে অনেক কম।
বেতনবৈষম্যের প্রমাণ টানতে নিজের বয়ফ্রেন্ডের বেতন সামনে এনেছেন লেম্যান। তার ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ড ডগলাস লুইস যা বেতন পান, তা তার বেতনেরও এক লাখ গুণ বেশি। চলতি মৌসুমে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ছেড়ে জুভেন্টাসে আসা লেম্যান ক্ষোভও ঝেড়েছেন, ‘প্রায়ই ডগলাসকে বলি যে, এটা অন্যায়। একই কাজ করি, কিন্তু সে ১ লাখ গুণ বেশি (বেতন) পায়।’
নতুন মৌসুমে তুরিনের বুড়িতে প্রেমিক-প্রেমিকা কত টাকা বেতন পান তা জানা যায়নি। তবে ডগলাসকে পেতে জুভেন্টাসকে খসাতে হয়েছিল ৫ কোটি ইউরো। সেখানে লেম্যানকে পেতে খরচ মোটে ৫০ হাজার ইউরো। বৈষম্য বটে!