× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা তিন জয়ে সিরিজ জিতল টাইগ্রেসরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫০ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম

টানা তিন জয়ে সিরিজ জিতল টাইগ্রেসরা

শ্রীলঙ্কায় দাপট দেখাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডের পর টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কান মেয়েদের ১০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ও দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে জিতেছিল রাবেয়া খানের দল।  

রবিবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনার পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান করে বাংলাদেশের মেয়েরা। মামুলি সংগ্রহ নিয়েও টাইগ্রেস বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে লঙ্কান মেয়েরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।  

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার লঙ্কা সফরে খেলছে বাংলার নন্দিনীরা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও দলে আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানারাও।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে দিলারা আক্তার ও সাথী রানি শুরুটা বেশ দুর্দান্তই করেছিলেন। তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে দলীয় ২৮ রানের মাথায় রানআউটে কাটা পড়েন দিলারা। সাজঘরে ফেরার আগে ১০ বলে ২ বাউন্ডারিতে ১৩ রান করেন টাইগ্রেস ওপেনার। এরপর স্বাগতিকদের বোলিং তোপে একশ রানের আগেই থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।

আগের ম্যাচে ফিফটি হাঁকানো ওপেনার সাথী রানী ২১ বলে চার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডার ব্যাটার রিতু মনি ৩৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। জ্যোতির ১৭ বলে ১২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লঙ্কান ‘এ’ দলের অফস্পিনার মালসা শেহরানি ১২ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন।    

৯৮ রানের টার্গেটে দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর দারুণ সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তাদের ব্যাটাররা। ২৮ রান তুলতেই টপ অর্ডারের ৪ উইকেট হারায় তারা। এরপর মিডল অর্ডারে নিলাকসনা সন্দামিনি ও কৌশনি নুথাঙ্গা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেননি।   ব্যবধানই শুধু কমিয়েছে

স্বাগতিক দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ২২ রান করেন নিলাকসনা সন্দামিনি। কৌশনি নুথাঙ্গার ব্যাট থেকে আসে ২২ বলে ২১ রান। এছাড়া অধিনায়ক সাথিয়া সন্দীপনির ১৭ বলে ১২ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন পান একটি করে।

আগামী ১৭ সেপ্টেম্বর থ্রুস্টানে চতুর্থ এবং ১৯ সেপ্টেম্বর কল্টসে হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ‘এ’ দল : ২০ ওভারে ৯৭/৯ (সাথী রানি ২৬, রিতু মনি ২৫*, দিলারা আক্তার ১৩; মালসা শেহরানি ৪/১২, নিমেশা মাদুশানি ২/১৯, থারুকা শেহরানি ১/১২)।
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল : ২০ ওভারে ৮৭/৮ (নিলাকসনা সন্দামিনি ২২, কৌশনি নুথাঙ্গা ২১, সাথিয়া সন্দীপনি ১২; মারুফা আক্তার ২/১৬, নাহিদা আক্তার ২/১৬, রাবেয়া খান ২/২২)।
ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ১০ রানে জয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা