প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫২ পিএম
সদ্যই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টিম টাইগারা। তবে ভারত সফরে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে গেলেন আসন্ন সিরিজ কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ভালো কিছুর আশাও দেখিয়েছেন টাইগার অধিনায়ক।
রবিবার (১৫ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের নাজমুল বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেই আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুটো ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ... আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কি না। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং।’
সম্প্রতি খবর আসছে যে, প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের উইকেট নাকি বদলে ফেলা হচ্ছে। চিরচরিত স্পিন উইকেটের বদলে সেখানে নাকি পেস উইকেট তৈরি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ততটা চিন্তিত নন শান্ত, ‘উনারা (ভারত) কী চিন্তা করছে, এটা তো আমি বলতে পারব না কিন্তু আমাদের স্পিন ও পেস ভালো একটা অবস্থানে আছে। ওই দলের সঙ্গে যদি তুলনা করেন অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। স্পিন ওয়াইজ হয়তো কাছাকাছি আছে। অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব। স্পিনারদের দিক থেকে কাছাকাছি আছে। যেহেতু যেকোনো কন্ডিশনে বল করার অভিজ্ঞতা আছে আমাদের স্পিনারদের। আমি এটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটার যারাই খেলবেন প্রত্যেকে শতভাগ দেবেন। পাঁচ দিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে।’
পাকিস্তানে সিরিজ জয়ের পর শান্তদের নিয়ে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। ভারতেও এমন কিছু হতে পারে কি না- এমন প্রশ্নে শান্তর জবাব, ‘আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচ দিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে লাস্ট সেশনে গিয়ে হয়। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে- কোন দল জিতবে।’