প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম
চোটে পড়ে শ্রীলঙ্কা সিরিজের আগ মুহূর্তে
ছিটকে যান বেন স্টোকস। এরপর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান ওলি পোপ। ডানহাতি
ব্যাটারের অধিনায়ক হিসেবে শুরুটা খুব একটা ভালো হয়নি। দায়িত্ব নিয়ে প্রথম দুই টেস্টে
তেমন কিছু করতে পারেননি। এ সময় তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৭। তবে রানখরার এই সময়টাকে
দীর্ঘ হতে দিলেন না ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের
প্রথম দিনে অপরাজিত সেঞ্চুরি করেছেন পোপ। অধিনায়ক হিসেবে এটি পোপের প্রথম সেঞ্চুরি।
তিন অঙ্কের ঘরে যেতে মোটে ১০২ বল লেগেছে তার। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কদের মধ্যে যা
দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি। দ্রুততম সেঞ্চুরির কীর্তি এখনও গ্রাহাম গুচের দখলে।
১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
তবে অধিনায়ক হিসেবে দ্বিতীয় দ্রুততম
সেঞ্চুরিই নয়, এই সেঞ্চুরির মাধ্যমে অনন্য এক কীর্তি গড়েছেন পোপ। টেস্ট ক্যারিয়ারে
এটি পোপের সপ্তম সেঞ্চুরি। আর সাতটি সেঞ্চুরি ভিন্ন সাত প্রতিপক্ষের বিপক্ষে করেছেন
তিনি। টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে পোপই প্রথম ক্রিকেটার, যিনি এমন কীর্তিতে নাম
লেখালেন।
কেনিংটন ওভালে বৃষ্টি ও আলোকস্বল্পতায়
প্রথম দিনে খেলা হয়েছিল ৪৪.১ ওভার। পোপের অপরাজিত সেঞ্চুরি ও বেন ডাকেটের ৮৬ রানের
ইনিংসে প্রথম দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ২২১ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনে
ব্যাটিংয়ে নেমে ৩২৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। পোপ ১৫৬ করে আউট হয়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট
জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।