প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:১১ পিএম
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন রিশাদ হোসেন। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল হোবার্ট হ্যারিকেন এই লেগস্পিনারকে সরাসরি চুক্তিকে দলে ভেড়ায়। এবার জিম আফ্রো টি-টেন লিগেও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন রিশাদ। ২২ বছর বয়সি এই লেগিকে দলে টেনেছে হারারে বোল্টস।
আগামী রবিবার হবে জিম আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার অংশগ্রহণকারী ৬ দলের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হারারে বোল্টস দলে রিশাদ সতীর্থ হিসাবে পাবেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, কিউই তারকা জিমি নিশাম, স্কটল্যান্ডের জর্জ মুন্সে, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে।
হারারেতে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এবারের জিম আফ্রো টি-টেন লিগ। দেড় সপ্তাহের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ সেপ্টেম্বর। ওই সময় টেস্ট খেলতে ভারতে থাকবে বাংলাদেশ দল। পরে ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তাই টি-টেন লিগ চলাকালে জাতীয় দলের ব্যস্ততা নেই রিশাদের। বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবার দেশের বাইরের কোনো লিগ খেলতে পারবেন এই লেগ স্পিনার। জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরে জোবার্গ বাফেলোজের হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলেন তাসকিন আহমেদ।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ পারফর্ম করেন রিশাদ। ৭ ম্যাচে নেন ১৪ উইকেট, যা আসরের পঞ্চম সর্বোচ্চ। বিশ্বকাপ নিজেকে দারুণভাবে মেলে ধরার পরপরই গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পেয়েছিলেন। গ্লোবাল টি-টোয়েন্টিতে রিশাদকে দলে নিয়েছিল টরোন্টো ন্যাশনালস। কিন্তু দেশের অস্থির অবস্থার মাঝে ভিসা জটিলতার কারণে ওই টুর্নামেন্ট খেলতে যেতে পারেননি। আর চলতি মাসের শুরুতে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছে হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ব্যস্ততা ও একই সময়ে বিপিএল হওয়ার সম্ভাবনা থাকায় রিশাদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা একদম ক্ষীণ।