× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪ পিএম

আবারও অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর!

পাকিস্তান ক্রিকেটে যেন দুঃসময় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায়। এরপর টেস্টেও বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে পাকিস্তান। এমন কঠিন মুহূর্তেও দলের প্রয়োজনে ত্রাতার ভূমিকা নিতে পারেননি বাবর আজম। ফলে ফর্মহীন এই তারকা ব্যাটারকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, সাদা বলের ক্রিকেট থেকেও অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। 

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে বাবরকে নেতৃত্বের জন্য বেছে নেয়নি পিসিবি। ফলে জাতীয় দলেও সাদা বলের ফরম্যাটে তাকে নেতৃত্বে রাখা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সূত্রমতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে নেতৃত্ব থেকে বাবরকে সরিয়ে দেওয়া হতে পারে। নভেম্বরে অজিদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ম্যান ইন গ্রিনরা। 

এদিকে নতুন কাউকে অধিনায়ক বানানোর জন্য নাকি গত জুলাইয়ে বোর্ডের সঙ্গে আলোচনাও করেছেন পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন। যেখানে অধিনায়ক হিসেবে আলোচনা হয়েছে মোহাম্মদ রিজওয়ানের নামটি। তিনি যদি এই দায়িত্ব নিতে রাজি হন, ভবিষ্যতে এই উইকেটরক্ষক ব্যাটারকেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক করা হতে পারে। সবশেষ বাংলাদেশ সিরিজে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯৪ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার।

প্রসঙ্গত, ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের আলোচিত নাম বাবর। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি যথাক্রমে শূন্য ও ২২ এবং দ্বিতীয় টেস্টে যথাক্রমে ৩১ ও ১১ রান করেন। যার নেতিবাচক প্রভাব পড়েছে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। যেখানে বাবর তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। দীর্ঘসময় সেরা দশে থাকা এই ব্যাটার এবার ছিটকে গেলেন সেই কক্ষপথ থেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা