প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৮ পিএম
সর্বশেষ বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন রঙ্গনা হেরাথ।
শ্রীলঙ্কান এই কোচ গত ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পরেই চাকরি হারান। এরপর
লম্বা সময় ধরেই বিশ্রামে সময় পার করছিলেন। অবশেষে আবারও কোচিংয়ে ফিরছেন তিনি। সংক্ষিপ্ত
মেয়াদে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেছেন ৪৬ বছর বয়সি এই লঙ্কান
কিংবদন্তি।
এশিয়া সফরে আগামী দুই মাসে ৬টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ৯ সেপ্টেম্বর
থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর শ্রীলঙ্কায় দুটি টেস্ট
খেলবে কিউইরা। এই তিনটি টেস্টের জন্য কিউইদের স্পিন বোলিং কোচ হচ্ছেন হেরাথ। তার সঙ্গে
কিউইদের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। অবশ্য তিনি
শুধু আফগানিস্তান ম্যাচে থাকবেন।
দলে নতুন দুই কোচিং স্টাফ সম্পর্কে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি
স্টিড বলেছেন, ‘দুজনই বিশ্ব ক্রিকেটে বেশ সম্মানীয় এবং আমি জানি আমাদের ক্রিকেটাররা
তাদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’
বাঁহাতি স্পিনার হেরাথকে নিয়ে স্টিড আলাদা করে বলেন, ‘আমাদের তিনজন
বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র তিন টেস্টের জন্য
উপমহাদেশে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পাবে, এটা অনেক উপকারী হবে। আমাদের দুই টেস্টের
ভেন্যু গলে রঙ্গনার ১০০–এর বেশির উইকেট আছে, ওই মাঠ
নিয়ে তার জ্ঞান অমূল্য।’