× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকারে নাহিদ রানা

‘সুযোগ পেলেই সেরাটা দেব’

হেলাল নিরব

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০ পিএম

গতিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়া রানা যেকোনো ফরম্যাট হোক, সুযোগ পেলেই সেরাটা দিতে চান— ছবি: আ. ই. আলীম

গতিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়া রানা যেকোনো ফরম্যাট হোক, সুযোগ পেলেই সেরাটা দিতে চান— ছবি: আ. ই. আলীম

সাধারণত একজন পেসার উইকেট পেলে যেমন উদযাপন করেন, নাহিদ রানা তার উল্টো। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসারের হাসি ঘিরেই যেন সব উদযাপন। গতির ঝড় তোলা ২১ বর্ষী তরুণের ক্যারিয়ারের বয়স মোটে তিন ম্যাচ। রেখেছেন বড় ছাপ।  নিয়েছেন ১১টি উইকেট। পাকিস্তানে সবশেষ সিরিজে দেখিয়েছেন গতির খেলা। গতি দিয়েই রাজত্ব করতে চান নাহিদ। রাওয়ালপিন্ডিতে পেস তাণ্ডব, প্রথম বিদেশ সফর, বাংলাদেশের ঐতিহাসিক জয় এবং নিজের লক্ষ্য এসব নিয়ে অকপটে কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হেলাল নিরব

প্রবা : বিদেশের মাটিতে প্রথম সফর। বাংলাদেশ গড়েছে ইতিহাস। পাকিস্তানে অনেক পাওয়ার এই সিরিজটি কেমন উপভোগ করলেন?

নাহিদ রানা : সত্যি বলতে সিরিজটি দারুণ কিছু পাওয়ার। অনেক ভালো লাগছে। দেশের জন্য ভালো কিছু আনতে পেরেছি ভেবে বেশি খুশি লাগছে। আলহামদুলিল্লাহ। নিজে ভালো কিছু করতে পেরেছি বলে সবাই খুশি। এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 

প্রবা : রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন। টানা তিনটি উইকেট নিয়েছিলেন। পরে আরেকটি। ফাইফারের আক্ষেপ আছে কি?

নাহিদ রানা : না, তেমন কোনো আক্ষেপ নেই। রাওয়ালপিন্ডিতে সেদিন চার উইকেট পেয়েছি। এমনও হতে পারত, ওই দিন উইকেটই পাইনি। অথবা দেখা গেল সব মিলিয়ে দুই বা তিনটা উইকেট পেয়েছি। এসব খেলার অংশ। তাই ফাইফার নিয়ে আক্ষেপ নেই। তবে লক্ষ্য আছে। যখন দলে সুযোগ পাব, তখন পরিকল্পনা অনুযায়ী বোলিং করব। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে উইকেট নেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা নিয়ে আক্ষেপ নেই যে আমি পাঁচ উইকেট পেলাম না। খেলতে খেলতে ওটাও (ফাইফার) দেখবেন একদিন পেয়ে যাব, ইনশাআল্লাহ।

প্রবা : নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন কতটা?

নাহিদ রানা : টেস্ট নিয়ে তেমন ভাবিনি। কিন্তু এটা ভেবেছিলাম, আমার থেকে দল বা দেশ কিছু পেলে ভালো লাগবে। দলে যদি সুযোগ পাই তবে সেরাটা দেব। আলহামদুলিল্লাহ, ওখানেও সবকিছু ভালোই হয়েছে। সব মিলিয়ে সফরটিও আমাদের বেশ ভালো গেছে। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছি।

প্রবা : অভিষেকের পরের টেস্টেই চোট। পেসারদের প্রতিপক্ষ হয়ে পড়া এই চোট এড়ানোর পরিকল্পনা কি আপনার?

নাহিদ রানা : ইনজুরি ঝুঁকি এড়াতে যা জরুরি সেসব প্রতিনিয়ত করছি। জিমে যাচ্ছি, রানিং করছি। ট্রেনারদের সঙ্গে ফিটনেস ইস্যুতে যোগাযোগ রাখছি। খেললে ইনজুরি হতেই পারে! তবু যতটা সম্ভব চেষ্টা করছি ইনজুরিমুক্ত থাকার। এটা তো বলা যায় না, কখনও ইনজুরিতে পড়ব না, তাই না। পেসাররা একটু বেশি ইনজুরিপ্রবণ হয়, তাই এসব ব্যাপারে মনোযোগ দিয়ে কাজ করছি।

প্রবা : রাওয়ালপিন্ডিতে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন, যা বাংলাদেশি পেসারদের মাঝে গতিতে বল করার রেকর্ড। এমন রেকর্ড আনবেন, ভেবেছিলেন?

নাহিদ রানা : আগে থেকেই জোরে বোলিং করতে পারতাম। চেষ্টা থাকে গতি ধরে রাখার। রেকর্ডের বিষয়টি আসলে ভাবিনি। ওসব নিয়ে অতবেশি চিন্তাও করি না। মাথায় একটা বিষয়ই রাখি, কীভাবে ভালো কিছু করতে পারব। রান কম দেব, উইকেট নেব। বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিতে পারব। চেষ্টা থাকবে লাইনলেন্থ মেনে গতিতে বোলিং করার।

‘আমি জুনিয়র কিন্তু ওনারা বন্ধুদের মতো ট্রিট করে। মাঠের মধ্যে যেকোনো পরিস্থিতিতে তারা বুঝিয়ে দেন কী করতে হবে, কোনটা এড়িয়ে যাব। সব সময় পাশে থাকেন। সবাই সাপোর্ট করছে। ভালো যখন করেছি তখন যেমন করেছে, খারাপ করার সময়ও তেমন। ভালো করলে দলেও জায়গা পাব’

প্রবা : বাংলাদেশের পেস ইউনিটে এখন বেশ বড় বড় নাম। এতজনের মাঝে নিজেকে কোথায় রাখছেন?

নাহিদ রানা : তারা সবাই আমার সিনিয়র। ওনাদের সঙ্গে বন্ডিংটা বেশ ভালো। ওনাদের পাশে থাকলে মনেই হয় না তারা সিনিয়র। আমি জুনিয়র কিন্তু ওনারা বন্ধুদের মতো ট্রিট করে। মাঠের মধ্যে যেকোনো পরিস্থিতিতে তারা বুঝিয়ে দেন কী করতে হবে, কোনটা এড়িয়ে যাব। সব সময় পাশে থাকেন। সবাই সাপোর্ট করছে। ভালো যখন করেছি তখন যেমন করেছে, খারাপ করার সময়ও তেমন। ভালো করলে দলেও জায়গা পাব।

প্রবা : এই মাসেই ভারতে খেলতে যাবে বাংলাদেশ। পাকিস্তানে গতির ঝড় দেখিয়ে আসা নাহিদের ব্যক্তিগত লক্ষ্য কী?

নাহিদ রানা : আমার ব্যক্তিগত লক্ষ্য ওটাই— দলে সুযোগ পেলে ভালো কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করব। কিছু দেওয়ার চেষ্টা করব। টিমের জন্য কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ। ভারতের বিপক্ষে জিততে পারিনি আগে কখনও, তবে ওসব নিয়ে ভাবছি না। আমাদের টিম এফোর্ট এখন খুব ভালো। ম্যাচে দুই দলের যারা ভালো করবে ফল তাদের পক্ষেই আসবে। আশা করছি ওখানেও আমরা ভালো কিছু করব।

প্রবা : টেস্টের দাপুটে নাহিদের লাল বলের ক্রিকেট নিয়ে স্বপ্ন কী?

নাহিদ রানা : স্বপ্ন একটাই খেলব। যখন যে ফরম্যাটে দেশের হয়ে সুযোগ পাব, সেখানেই ভালো করার চেষ্টা করব। টেস্ট ছাড়া অন্য ফরম্যাটে জায়গা পেলে নিজেকে মানিয়ে নেব। ভালো বোলিং করার চেষ্টা করব। দেশকে অনেক দিন সার্ভিস দেওয়াটা স্বপ্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা