উয়েফা নেশনস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪২ পিএম
এর চেয়ে বড় ধৈর্য আর অধ্যবসায় কী হতে পারে। এক দুই তিন নয়, গুণে গুণে বিশ বছর একটি জয়ের খোঁজে ছুটেছে ইউরোপের ফুটবল দল সান মেরিনা। এ সময় ১৪০টি ম্যাচও খেলেছে তারা, পায়নি একটিও জয়। তবে গত বৃহস্পতিবার ডেটলক ভেঙেছে। উয়েফা নেশনস লিগে লিচেনস্টাইনের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সান মেরিনো। ম্যাচের একমাত্র গোলটি করেন নিকো স্যানসোলি।
২০ বছর আগে সান মেরিনা যে জয়টি পেয়েছিল সেটিও ১-০ ব্যবধানে। আরো মজার তথ্য, তাদের প্রতিপক্ষ এই লিচেনস্টাইনই। ম্যাচটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সে হিসেবে এই প্রথম প্রতিযোগিতামূলক কোনো আসরে জয় পেলো মেরিনো।
মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়তনের দেশ সান মেরিনোর ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান ২১০। তলানীতে থাকা ৩৩ হাজার জনসংখ্যার দেশটি চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের এগিয়ে নিতে।