প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১১ পিএম
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় তো বটে শান মাসুদদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল বাংলাদেশ। নাজমুল হোসেনদের পরবর্তী সফর ভারতে। দুই টেস্টের সঙ্গে প্রতিবেশী দেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানে দাপুটে পারফর্মের সুবাদে বাংলাদেশকে বিশেষ বিবেচনায় রাখছে ভারত।
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১২ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুশীলনে নামবে ভারত। সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে দলটির অন্যতম উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত জানালেন, নাজমুলদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, এশিয়ার দলগুলো উপমহাদেশে ভালো ক্রিকেট খেলে।
জিও সিনেমার সঙ্গে আলাপকালে পান্ত বলেন, ‘এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার কন্ডিশনেই দারুণ খেলে থাকে। তারা উইকেট সম্পর্কে অবগত থাকে। তবে আমরা মান এবং উন্নতির দিকেই দৃষ্টি রাখছি। প্রতিপক্ষ বিবেচনায় একই ইন্টেনসিটি নিয়ে খেলি এবং সবাই নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
বাংলাদেশের বিপক্ষে খানিকটা চাপ আছেও বলে স্বীকার করেছেন পান্ত। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই হালকাভাবে নিতে পারবেন না। জয় কিংবা হারের ব্যবধান এসব সিরিজে খুবই ছোট থাকে, উভয় দলই প্রায় সমান সামর্থ্য নিয়ে নামে। বিশেষ করে এখনকার সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্যও থাকে না।’