প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বৃহস্পতিবার রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে এ কীর্তি গড়েন তিনি। ৩৯ বছর বয়সি তারকার ঠিক পেছনে লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলসংখ্যা ৮৪২।
ইএসপিএন জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর গোল ১৩১, ক্লাব ফুটবলে তিনি গোল করেছেন ৭৬৯। রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্তিং লিসবনের হয়ে ৫ গোল করেন।
গোল প্রতিযোগিতায় মেসি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। তৃতীয়তে রয়েছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি ৭৬৫ গোল করেছেন দেশ ও ক্লাবের জার্সিতে।
গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৯৯ গোল নিয়ে খেলতে নেমেছিলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া গোলে অনন্য কীর্তিটি গড়েন তিনি। ৩৪তম মিনিটে নুনো মেন্দেসের বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান পর্তুগাল অধিনায়ক। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন ৯০০ গোলের কীর্তি। একই সঙ্গে পাঁচ ম্যাচ পর জালের দেখা পান।
৯০০-এর কীর্তির পর ফক্স স্পোর্টসকে রোনালদো বলেছেন, ‘এটি দারুণ মাইলস্টোন। আমি সব সময় এবং অনেক দিন ধরেই এ কীর্তি স্পর্শ করতে চেয়েছিলাম। বিশ্বাস ছিল খেলা চালিয়ে গেলে সম্ভব হবে এবং শেষ পর্যন্ত হয়েছেও।’
সিআরসেভেন এও বলেছেন, ‘এটি আবেগের জায়গা। এটি অন্য মাইলস্টোনের মতোই। তবে আমি এবং আমার আশপাশে যারা রয়েছে তারা জানে এ কীর্তি গড়তে আমাকে কত শ্রম-ত্যাগ-তিতিক্ষার সাক্ষী দিতে হয়েছে।’
ক্যারিয়ারের এ পড়ন্ত বয়সে এসেও রোনালদো জানালেন তিনি এখনও খেলা উপভোগ করেন। সেটা দেশ কিংবা ক্লাব। তার কাছে ভালো খেলাই কেবল ভালো থাকার মাধ্যম।