প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০২ পিএম
মুস্তাফিজুর রহমানের আজ ২৮তম জন্মদিন। জন্মদিনে বাংলাদেশের তারকা পেসারকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সমাজমাধ্যম ফেসবুকে পোস্ট করে ফিজের বিশেষ দিন স্মরণ করেছে তারা।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, ‘কাটারের জাদু দেখিয়ে যাও।’
আইপিএলের সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেন মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ৪ উইকেট তুলে নেন। নয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।