× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৯ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়

ছিলেন না লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। তবু চিলির বিপক্ষে আগের সেই দাপট ধরে রেখেছে আর্জেন্টিনা। আজ শুক্রবার সকালে বুয়েনস এইরেসে চিলিকে ৩–০ ব্যবধানে বিধ্বস্ত করেছে আলবেসেলেস্তেরা। গোলগুলো করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা।

ম্যাচের ৩টি গোলই আসে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুই পক্ষের দারুণ প্রতিযোগিতা লক্ষ করা যায়। তবে শুরুটা প্রত্যাশামতো করতে পারেনি আর্জেন্টিনা। তাতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। বিরতির পর ৪৮ মিনিটে ডেডলক খোলেন ম্যাক অ্যালিস্টার। আলভারেজের পাস ভালোভাবেই কাজে লাগান তিনি। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টাইনরা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। আর ৯১ মিনিটে ব্যবধান ৩-০ করেন অ্যালিস্টারের জায়গায় বদলি হয়ে নামা দিবালা। মেসির ১০ নম্বর জার্সি পরে আজ খেলেছেন তিনি। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।


এদিন ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘জার্সিটা আমার নয়। এটা লিওর। যতটা সম্ভব আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছেন, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

আর্জেন্টিনা দলে ফিরতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন দিবালা, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না... কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এ জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা